Mohun Bagan Transfer News: মোহনবাগান ৩ সফল বিদেশিকেই ছাড়তে পারে, তালিকায় কারা?

সামনের মরসুমে তিন বিদেশি ফুটবলার বদলের সম্ভবনা মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant)। এ মরসুমে দারুণ ফল করলেও তিন ফুটবলারকে আর না রাখার সিদ্ধান্ত নিতে পারে সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট। ডিফেন্সের পাশাপাশি আক্রমণ ভাগেও বদল আসতে পারে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ ভাল ফল করলেও, পরের মরসুমে মোহনবাগানের খোলনলচে বদল হতে পারে।

Advertisement
মোহনবাগান ৩ সফল বিদেশিকেই ছাড়তে পারে, তালিকায় কারা?
হাইলাইটস
  • বাদ পড়তে পারেন ৩ বিদেশি
  • ডাবল জিতেও বদল মোহনবাগানে

সামনের মরসুমে তিন বিদেশি ফুটবলার বদলের সম্ভবনা মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant)। এ মরসুমে দারুণ ফল করলেও তিন ফুটবলারকে আর না রাখার সিদ্ধান্ত নিতে পারে সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট। ডিফেন্সের পাশাপাশি আক্রমণ ভাগেও বদল আসতে পারে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ ভাল ফল করলেও, পরের মরসুমে মোহনবাগানের খোলনলচে বদল হতে পারে।   

কারা বাদ পড়তে পারেন?  
মোহনবাগান আগামী মরসুমের জন্য গ্রেগ স্টুয়ার্ট (Greg Stewart) এবং নুনো রেসকে (Nuno Reis) রিলিজ দেবে বলে মনে করা হচ্ছে। যদি মোহনবাগান ম্যানেজমেন্ট টম অন্ড্রেডের চেয়ে আরও ভাল খেলোয়াড় পায়, তাহলে টমকেও ছোড় দেওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে মোট তিনজন বিদেশি বাদ পড়তে পারেন। 

কেন থাকছেন না গ্রেগ?
গ্রেগ স্টুয়ার্ট নিজের দেশে ফিরে যেতে চাইছেন বলে সূত্রের খবর। তাই তাঁকে ধরে না রেখে বিকল্প ফুটবলারের সন্ধান করছে সবুজ-মেরুন। সেই তালিকায় নাম উঠে আসছে রবসন রবিনহোর। তবে তাঁকে নেওয়া হবে কিনা সেটা এখনও সিদ্ধান্ত হয়নি। যদিও সূত্রের খবর বসুন্ধরা কিংসের প্রাক্তন এই তারকার সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছে বাগান টিম ম্যানেজমেন্টের।

গ্রেগ স্টুয়ার্ট, টম অলড্রেড, নুনো রেইস
গ্রেগ স্টুয়ার্ট, টম অলড্রেড, নুনো রেইস

নুনো রেইসকে কেন ছেড়ে দিচ্ছে মোহনবাগান?
নুনো গোটা মরসুমে একটাও ম্যাচ খেলতে পারেননি।  দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। সুপার কাপে তাঁকে খেলিয়েছিল মোহনবাগান সুপার জায়েন্ট। সেই দুই ম্যাচে তাঁর পারফরম্যান্স খুব খারাপ না হলেও, তাঁকে পরের মরুমে না রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মোহনবাগান সুপার জায়েন্ট সূত্রের খবর। 

বাদ পড়তে পারেন টম অলড্রেডও
টমকেও পরের মরসুমের আগে ছেড়ে দিতে পারে মোহনবাগান। এমনটাই শোনা যাচ্ছে। এ মরসুমে দারুণ ফুটবল খেললেও, টমের কাছে আরও নানা দলের প্রস্তাব আছে। সেই সমস্ত প্রস্তাব বিবেচনা করার জন্য মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে কিছুটা সময় চেয়েছেন তিনি। এমনটাই সূত্রের খবর। ফলে টমকেও এ মরসুমে ছেড়ে দেওয়া হতে পারে। 
 

Advertisement

POST A COMMENT
Advertisement