Mohun Bagan: মোহনবাগানে প্রায় নিশ্চিত অভিষেক, কবে শহরে আসছেন মলিনা?

হোসে মোলিনার অপেক্ষায় মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। আগস্টের শুরুতেই কলকাতায় আসছেন স্প্যানিশ কোচ। তার পরই সবুজ-মেরুনের অনুশীলনে যোগ দেবেন বিদেশি ফুটবলাররা। ডুরান্ড কাপের কথা মাথায় রেখে অবশ্য দ্রুত অনুশীলন শুরু করছে মোহনবাগান। 

Advertisement
মোহনবাগানে প্রায় নিশ্চিত অভিষেক, কবে শহরে আসছেন মলিনা?  অভিষেক সিং

হোসে মোলিনার অপেক্ষায় মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। আগস্টের শুরুতেই কলকাতায় আসছেন স্প্যানিশ কোচ। তার পরই সবুজ-মেরুনের অনুশীলনে যোগ দেবেন বিদেশি ফুটবলাররা। ডুরান্ড কাপের কথা মাথায় রেখে অবশ্য দ্রুত অনুশীলন শুরু করছে মোহনবাগান। 

২৬ জুলাইয়ের মধ্যে সাহাল, আপুইয়াদের শহরে পৌঁছনোর কথা। যুদ্ধকালীন তৎপরতায় ক্লাবের মাঠ সংস্কারের কাজ চলছে। সেক্ষেত্রে ঘরের মাঠেই প্রস্তুতি শুরুর ভাবনায় টিম ম্যানেজমেন্ট। উল্লেখ্য, আগামী ৩১ জুলাই ডুরান্ড কাপে অভিযান শুরু করছে সবুজ-মেরুন ব্রিগেড। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মহমেডান স্পোর্টিং। তবে সাদা-কালো ব্রিগেডের অবস্থা বেশ করুণ। ট্রান্সফার ব্যানের আওতায় থাকায় নতুন ফুটবলার সই করাতে অপারগ তারা। এই গ্রুপের বাকি দুই দল বিএসএফ ও ডায়মন্ডহারবার এফসি। তবে কিবু ভিকুনা ব্রিগেডও বেশ শক্তিশালী। তাই ডায়মন্ডহারবার এফসি'র বিরুদ্ধে বিদেশি সহ বেশ কয়েকজন সিনিয়র ফুটবলারকে খেলানোর ভাবনায় থিঙ্কট্যাঙ্ক। 

অনূর্ধ্ব ২৩ জাতীয় দলে ডাক পেয়েছেন সুহেল ভাট, দীপ্যেন্দু বিশ্বাসরা। তাই ডুরান্ড কাপে তাদের পাওয়া মুশকিল। গত মরসুমে ভারত সেরা মোহনবাগান। পালতোলা নৌকাকে নিয়ে এবারও প্রত্যাশা তুঙ্গে। স্কোয়াড ধরে রাখার পাশাপাশি কিছু ফাইন টিউনিং সেরেছে টিম ম্যানেজমেন্ট। উইং ব্যাকে এই মুহূর্তে দেশের অন্যতম সেরা ফুটবলার অভিষেক সিং। সূত্রের খবর, ইতিমধ্যেই তাঁকে জালে তুলেছে মোহনবাগান। গত মরসুমে পাঞ্জাব এফসি'র হয়ে নজর কাড়েন তিনি। 

শুক্রবার অভিষেককে ছাড়াই প্রি-সিজন প্রস্তুতি শুরু করেছে পঞ্জাব এফসি। এমনকী দলের হোয়াটস অ্যাপ গ্রুপেও নেই ফুটবলারটি। ফলে ধরে নেওয়াই যায় তিনি এবারে সবুজ-মেরুন জার্সিই পরতে চলেছেন। পাশাপাশি মেহতাব সিংকে নিয়ে আপাতত ধীরে চলো নীতি নেওয়া হয়েছে মোহনবাগানের পক্ষ থেকে। মুম্বই সিটি থেকে মেহতাবকে তুলতে বিশাল ট্রান্সফার ফি প্রয়োজন। সঙ্গে মোটা বেতন তো রয়েইছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন কর্তারা। যা পরিস্থিতি তাতে মোহনবাগানে না এলে মুম্বই সিটিতেই থেকে যেতে পারেন তিনি।

Advertisement

POST A COMMENT
Advertisement