Mohun Bagan Super Giant: পঞ্জাব ম্যাচে নেই দুই বড় তারকা, তবুও হুঙ্কার মোহনবাগান কোচের

ডার্বিতে (Kolkata Derby) চারে চার মোহনবাগান সুপার জায়েন্ট (Moun Bagan Super Giant)। মহমেডান স্পোর্টিং (Mohammmedan Sporting) আইএসএল-এ (ISL) প্রথমবার এসে গেলেও ডার্বিতে আধিপত্য বজায় রাখল মোহনবাগানই। লিগ শিল্ড (ISL League Shield) জেতার দৌড়ে ১০ পয়েন্ট এগিয়ে হোসে মলিনার (Jose Molina) দল। সবুজ-মেরুনের পরের ম্যাচ পঞ্জাব এফসি-র (Punjab FC) বিরুদ্ধে। তবে শনিবারের সেই ম্যাচে দলে নেই আপুইয়া রালতে (Apuia Ralte) ও টম অলড্রেড (Tom Aldred)। 

Advertisement
পঞ্জাব ম্যাচে নেই দুই বড় তারকা, তবুও হুঙ্কার মোহনবাগান কোচেরমোহনবাগান

ডার্বিতে (Kolkata Derby) চারে চার মোহনবাগান সুপার জায়েন্ট (Moun Bagan Super Giant)। মহমেডান স্পোর্টিং (Mohammmedan Sporting) আইএসএল-এ (ISL) প্রথমবার এসে গেলেও ডার্বিতে আধিপত্য বজায় রাখল মোহনবাগানই। লিগ শিল্ড (ISL League Shield) জেতার দৌড়ে ১০ পয়েন্ট এগিয়ে হোসে মলিনার (Jose Molina) দল। সবুজ-মেরুনের পরের ম্যাচ পঞ্জাব এফসি-র (Punjab FC) বিরুদ্ধে। তবে শনিবারের সেই ম্যাচে দলে নেই আপুইয়া রালতে (Apuia Ralte) ও টম অলড্রেড (Tom Aldred)। 

মহমেডানের বিরুদ্ধে ৪-০ গোলে জেতার পরেও যা নিয়ে একটু হলেও চিন্তায় মোহনবাগান ফ্যানরা। যদিও মহমেডান ম্যাচে ছিলেন না আলবার্তো রড্রিগেজ। চোটের জন্য তাঁকে বাইরে থাকতে হয়। তবে তাঁর জায়গায় দারুণ খেলেছেন দীপেন্দু বিশ্বাস। আলবার্তো পরের ম্যাচে ফিরতে পারেন কিনা সেটা দেখার। আর যদি তা হয় তবে, আলবার্তোর সঙ্গে জুটি বাঁধবেন দিপেন্দু। আর সেটাই আশা করছেন মলিনাও।
 
তিনি বলেন, 'আপুইয়া ও অলড্রেড পরের ম্যাচে নেই ঠিকই। তবে আমাদের দলের সবাই ভাল খেলোয়াড়। ওদের পরিবর্তে যারা খেলবে, তারাও নিশ্চয়ই ভাল খেলবে। পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে ম্যাচ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ওদের বিরুদ্ধে আমরা ডুরান্ড কাপেও খেলেছিলাম। টাইব্রেকারে ওদের হারিয়েছিলাম আমরা। দিল্লিতেও ওদের বিরুদ্ধে আইএসএলের প্রথম ম্যাচ বেশ কঠিন হয়েছিল। ওদের একজন লাল কার্ড দেখায় পরিস্থিতি কিছুটা সহজ হয়। এখন থেকে সব ম্যাচই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তবে আশা করি, তিন দিনের মধ্যে সব খেলোয়াড়ই তৈরি হয়ে যাবে এবং আমরা আবার জিতব'।

এখনও পাঁচ ম্যাচ হাতে রয়েছে মোহনবাগানের। পরপর দুই ম্যাচে ড্র চাপ বাড়ালেও, মহমেডান ম্যাচের পর ১০ পয়েন্টে এগিয়ে থাকা যে অনেকটাই স্বস্তির তা বোঝা যাচ্ছে মোহনবাগান ফুটবলার থেকে কর্তাদের কথায়। ফ্যানদের কাছে আরও গুরুত্বপূর্ণ হল শুভাশিস বসুর জোড়া গোল। ডিফেন্ডার হলেও গোল করার দক্ষতার ডিক থেকে তিনি যে কোনও স্ট্রাইকারের থেকে কম যান না সেটা বোঝা গেল ডার্বিতে।  

Advertisement

POST A COMMENT
Advertisement