Mohun Bagan: এবার ভদ্রেশ্বর গোল্ড কাপ থেকেও 'পালাল' মোহনবাগান? যা জানা যাচ্ছে...

আবার ওয়াকওভার দিল মোহনবাগান সুপার জায়েন্ট। তবে সর্বভারতীয় কোনও টুর্নামেন্টে নয়, ভদ্রেশ্বর গোল্ড কাপে। তাতেও ট্রোলিং থেকে রেহাই পাচ্ছে না মোহনবাগান। গত মরসুমে যুদ্ধবিদ্ধস্ত ইরানে এএফসি কাপ খেলতে না যাওয়ায়, ইতিমধ্যেই বড় শাস্তি পেয়েছে। তার থেকেও বড় কথা, এই ম্যাচ খেলতে না যাওয়ায়, ট্রোলড হতে হয়েছিল ক্লাবকে। প্রবল প্রতিপক্ষ ইস্টবেঙ্গল সমর্থকরা এই সুযোগটাও ছাড়লেন না।

Advertisement
এবার ভদ্রেশ্বর গোল্ড কাপ থেকেও 'পালাল' মোহনবাগান? যা জানা যাচ্ছে...মোহনবাগান

আবার ওয়াকওভার দিল মোহনবাগান সুপার জায়েন্ট। তবে সর্বভারতীয় কোনও টুর্নামেন্টে নয়, ভদ্রেশ্বর গোল্ড কাপে। তাতেও ট্রোলিং থেকে রেহাই পাচ্ছে না মোহনবাগান। গত মরসুমে যুদ্ধবিদ্ধস্ত ইরানে এএফসি কাপ খেলতে না যাওয়ায়, ইতিমধ্যেই বড় শাস্তি পেয়েছে। তার থেকেও বড় কথা, এই ম্যাচ খেলতে না যাওয়ায়, ট্রোলড হতে হয়েছিল ক্লাবকে। প্রবল প্রতিপক্ষ ইস্টবেঙ্গল সমর্থকরা এই সুযোগটাও ছাড়লেন না।

কেন ট্রোলড হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট?
ভদ্রেশ্বর গোল্ড কাপ ভারতের ফুটবলের নিরিখে খুব গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট না হলেও, আমাদের দেশে ফুটবলের যা অবস্থা তাতে এই সমস্ত টুর্নামেন্টও খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলার কথা ছিল চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে। এই ম্যাচেই খেলেনি মোহনবাগান। এরপরেই ইস্টবেঙ্গল সমর্থকরা টিটকিরি মারতে শুরু করেন সোশ্যাল মিডিয়ায়। বলতে থাকেন, 'আবার পালিয়ে গেল মোহনবাগান।'

আইএসএল-এর প্রস্তুতি শুরু ইস্টবেঙ্গল ও মোহনবাগানের
কিছুদিন ধরেই ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকদের মধ্যে এই খুনশুটি মিস করছিল সোশ্যাল মিডিয়া। কারণ, আইএসএল নিয়ে কোনও স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য ঘোষণা করে দেন, সব জট কাটিয়ে ফের শুরু হতে চলেছে আইএসএল। তারিখ ঠিক হয়, ১৪ ফেব্রুয়ারি। 

সোশ্যাল মিডিয়ায় ফের শুরু বিতর্ক
ভালবাসার দিনে শুরু হবে বাঙালির প্রিয় আইএসএল। আবার ভিড় জমাবেন দর্শকরা। ফলে সোশ্যাল মিডিয়াতেও ফের একে অপরের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করে দিয়েছেন দুই শতাব্দী প্রাচীন ক্লাবের সমর্থকরা। অর্থাৎ স্বমহিমায় ফেরত আসছেন মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ফ্যানরা। সোশ্যাল মিডিয়ায় সেই চেনা যুদ্ধ। তবে এর মধ্যে মোহনবাগানের এভাবে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানো মেনে নিতে পারছেন না অনেকেই। আর সে কারণেই ট্রোলড মোহনবাগান। 

জানা গিয়েছে, মোহনবাগানের জায়গায় ইয়ং ইউনাইটেড ফুটবল কোচিং সেন্টার খেলবে। সে না হয়হল, কিন্তু মোহনবাগানকে এই ট্রোলিং-এর হাত থেকে কে বাঁচাবে? সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন।  

Advertisement

POST A COMMENT
Advertisement