Mohun Bagan Transfer News: ইস্টবেঙ্গল নয়, মোহনবাগানে সই করতে চলেছেন ভারতীয় দলের এই তারকা?

মেহেতাব সিং-কে সই করানোর পথে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। রক্ষণভাগকে আরও মজবুত করার লক্ষ্য রয়েছে আইএসএল (ISL) জয়ী স্প্যানিশ কোচ হোসে মলিনার (Jose Molina)। সেইমতো বহু আগে থেকেই মেহতাব সিংয়ের (Mehetab Singh) দিকে নজর পড়েছিল মোহনবাগান ব্রিগেডের। বর্তমানে রণবীর কাপুরের ফুটবল ক্লাব মুম্বই সিটি এফসির (Mumbai City FC) সঙ্গে যুক্ত রয়েছেন জাতীয় দলের এই তারকা ফুটবলার।

Advertisement
ইস্টবেঙ্গল নয়, মোহনবাগানে সই করতে চলেছেন ভারতীয় দলের এই তারকা?মোহনবাগান

মেহেতাব সিং-কে সই করানোর পথে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। রক্ষণভাগকে আরও মজবুত করার লক্ষ্য রয়েছে আইএসএল (ISL) জয়ী স্প্যানিশ কোচ হোসে মলিনার (Jose Molina)। সেইমতো বহু আগে থেকেই মেহতাব সিংয়ের (Mehetab Singh) দিকে নজর পড়েছিল মোহনবাগান ব্রিগেডের। বর্তমানে রণবীর কাপুরের ফুটবল ক্লাব মুম্বই সিটি এফসির (Mumbai City FC) সঙ্গে যুক্ত রয়েছেন জাতীয় দলের এই তারকা ফুটবলার। 

দারুণ ছন্দে মেহেতাব
মুম্বইয়ের দলের হয়ে খেলেছেন একাধিক ম্যাচ। যার মধ্যে অ্যাসিস্টও রয়েছে তাঁর। হিসেব অনুযায়ী দেখলে আগামী বছরের মে মাস পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি রয়েছে মুম্বইয়ের। সেই কারণেই এই তারকাকে নিতে গেলে বড় অঙ্কের ট্রান্সফার ফি দিতে হবে। সেই ট্রান্সফার ফি ইস্যুতেই পিছিয়ে এসেছে ইস্টবেঙ্গল। নয়ত, মেহেতাবকে নেওয়ার লড়াইয়ে প্রবলভাবে ছিল লাল-হলুদও। যদিও মুম্বই শেষ পর্যন্ত তাঁকে ছাড়বে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। 

লড়াই থেকে ছিটকে গিয়েছে ইস্টবেঙ্গল
ট্রান্সফার ফি দিয়ে তাঁকে দলে নিতে চাইছে কলকাতা ময়দানের এই প্রধান। শুধুমাত্র মোহনবাগান নয়। পড়শী ক্লাব ইস্টবেঙ্গলেরও নজর রয়েছে এই সেন্টার ব্যাকের দিকে। কিন্তু তাঁকে দলে নেওয়ার ক্ষেত্রে এবার অনেকটাই এগিয়ে সবুজ-মেরুন শিবির। আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো স্পষ্ট হয়ে যাবে তাঁর অবস্থান।

ডুরান্ড কাপে ভাল খেলতে না পারলেও, আইএসএল জিতেছে মোহনবাগান। লিগ শিল্ডের পর, ফাইনাল ম্যাচেও জিতেছে সবুজ-মেরুন। তবে সুপার কাপে জুনিয়র দলকে মাঠে নামালেও ট্রফি জিততে পারেনি মোহনবাগান। নতুন মরসুমে একাধিক বদল আনতে চলেছে মোহনবাগান। সাইডব্যাক, স্টপার পজিশনে একাধিক ভারতীয় ফুটবলার সই করাতে চাইছে তারা। সেই কারণেই বেশি টাকা খরচ করে হলেও মেহেতাবকে নিতে আগ্রহী সবুজ-মেরুন। মেহেতাব শুভাশিস বসুদের সঙ্গে যোগ দিলে দল যে আরও শক্তিশালী হবে তা বলাই বাহুল্য। যদিও, গোটা ব্যাপারটা অনেকটাই নির্ভর করছে মুম্বই সিটি এফসি-র উপর।  
 

POST A COMMENT
Advertisement