Mohun Bagan Transfer News: মোহনবাগান কত জন বিদেশিকে সই করাতে পারে? এবার টার্গেট AFC কাপ

এএফসি কাপের (AFC Cup) জন্য সাত বিদেশিকে সই করাতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। এ মরসুমে দারুণ ছন্দে থাকার পর, পরের মরসুমের জন্য দল তৈরি করার কাজে নেমে পড়েছে সবুজ-মেরুন। একাধিক বিদেশি তারকাকে সই করানোর পথে তারা। লিগ শিল্ড জেতায় ফের এএফসি চ্যালেঞ্জ লিগে খেলবে মোহনবাগান। শোনা যাচ্ছে, সেই কারণেই মোহনবাগান সাত বিদেশিকে সই করাতে চাইছে।

Advertisement
মোহনবাগান কত জন বিদেশিকে সই করাতে পারে? এবার টার্গেট AFC কাপমোহনবাগান

এএফসি কাপের (AFC Cup) জন্য সাত বিদেশিকে সই করাতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। এ মরসুমে দারুণ ছন্দে থাকার পর, পরের মরসুমের জন্য দল তৈরি করার কাজে নেমে পড়েছে সবুজ-মেরুন। একাধিক বিদেশি তারকাকে সই করানোর পথে তারা। লিগ শিল্ড জেতায় ফের এএফসি চ্যালেঞ্জ লিগে খেলবে মোহনবাগান। শোনা যাচ্ছে, সেই কারণেই মোহনবাগান সাত বিদেশিকে সই করাতে চাইছে।   

নতুন মরসুমের দল গোছানো শুরু মোহনবাগানের
এখন থেকেই নতুন সিজনের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে বাগান ম্যানেজমেন্ট। বিভিন্ন মাধ্যম সূত্রে খবর পরবর্তী ফুটবল মরসুমে বেশ কিছু বদল দেখা যেতে পারে দলের অন্দরে। বিশেষ করে দলের আপফ্রন্টের শক্তি বাড়াতে নাকি এক হাইপ্রোফাইল ফুটবলারের দিকে নজর রয়েছে ভারতের এই ফুটবল ক্লাবের।

সাত বিদেশি সই করাতে পারে সবুজ-মেরুন
বিগত কয়েক সপ্তাহ ধরেই একাধিক দেশি ও বিদেশি ফুটবলারদের নাম উঠে আসতে শুরু করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে। প্রত্যেক সিজনের শুরুতেই একের পর এক দাপুটে ফুটবলারদের দলে টেনে সকলকে চমকে দিয়ে থাকে ময়দানের এই প্রধান। আগামী সিজনে ও যে দেখা যেতে চলেছে এই একই ট্রেন্ড, সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে মনে করা হচ্ছে, নয়া সিজনের এএফসি টুর্নামেন্টের কথা মাথায় রেখে মোট সাতজন বিদেশি তারকাকে দলে চূড়ান্ত করতে করতে পারে বাগান শিবির। আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু।

সই করতে পারেন রবসন রবিনহো
মোহনবাগান সূত্রের খবর, সুপার কাপের পরেই বিদেশি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবেন হোসে মলিনা। এখনও অবধি যা খবর, তাতে রবসন রবিনহোকে সই করাতে পারে মোহনবাগান। ইস্টবেঙ্গলের সঙ্গে কথাবার্তা বলার পরেও, শোনা যাচ্ছে তিনি মোহনবাগানের দিকেই ঝুঁকে আছেন। ব্রাজিলিয়ান এই ফুটবলার বাংলাদেশ লিগের তারকা। গোল করার পাশাপাশি ডিফেন্স চেরা পাস দেওয়ার ক্ষেত্রেও সিদ্ধহস্ত তিনি।

Advertisement

POST A COMMENT
Advertisement