Mohun Bagan Transfer News: মোহনবাগানেই থাকছেন তারকা ডিফেন্ডার, স্বস্তি সবুজ-মেরুনে

পরের মরসুমে মোহনবাগান সুপার জায়েন্টেই থাকছেন ডিফেন্ডার টম অলড্রেড। দ্বিমুকুট জয়ের পরে স্বভাবতই দারুণ খুশি সবুজ-মেরুন সমর্থকরা। তবে সেই সাফল্যে থেমে না থেকে আগামী মরসুমের জন্য দল গোছাতে শুরু করে দিয়েছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। সেই লক্ষ্যেই সুপার কাপে প্রধান ফুটবলারদের বিশ্রাম দিয়ে সালাউদ্দিন, সুহেল, সাহালদের পাঠানো হয়েছিল। সেমিফাইনাল থেকে ছিটকে গেলেও তরুণ ব্রিগেডের লড়াইয়ে সন্তুষ্ট সকলেই।

Advertisement
মোহনবাগানেই থাকছেন তারকা ডিফেন্ডার, স্বস্তি সবুজ-মেরুনে

পরের মরসুমে মোহনবাগান সুপার জায়েন্টেই থাকছেন ডিফেন্ডার টম অলড্রেড। দ্বিমুকুট জয়ের পরে স্বভাবতই দারুণ খুশি সবুজ-মেরুন সমর্থকরা। তবে সেই সাফল্যে থেমে না থেকে আগামী মরসুমের জন্য দল গোছাতে শুরু করে দিয়েছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। সেই লক্ষ্যেই সুপার কাপে প্রধান ফুটবলারদের বিশ্রাম দিয়ে সালাউদ্দিন, সুহেল, সাহালদের পাঠানো হয়েছিল। সেমিফাইনাল থেকে ছিটকে গেলেও তরুণ ব্রিগেডের লড়াইয়ে সন্তুষ্ট সকলেই। 

এর মধ্যেই জানা গেল, আরও এক মরশুমের জন্য মোহনবাগানে থাকছেন স্কটল্যান্ডের ডিফেন্ডার টম আলড্রেড। দল ছাড়ার জল্পনায় জল ঢেলে নতুন চুক্তিতে সই করেছেন তিনি। আইএসএল-এ ডাবল করার ক্ষেত্রে তাঁর ভূমিকা অস্বীকার করা যায় না। ভারতের একাধিক ক্লাব তো বটেই সঙ্গে বাইরেরও বেশ কিছু ক্লাব নিতে ঝাঁপিয়েছিল টমের জন্য। কিন্তু কয়েক দিন আগেই স্পেন থেকে কোচ হোসে মলিনা নির্দেশ দেন টমকে রেখে দেওয়ার জন্য।

সারা মরসুম ধরে ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন এই ডিফেন্ডার। তার থেকেও বড় ব্যাপার, টিমের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার দক্ষতা দেখিয়েছেন তিনি। টিমের সঙ্গে যোগ দেওয়ার এক দিনের মধ্যেই তিনি এক ঝাঁক জুনিয়র ফুটবলারকে নিয়ে গত বছর ডুরান্ড কাপে খেলেছিলেন।

মোহনবাগানের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে জানানো হয় এই খবর। ক্যাপশনে লেখা হয়েছে, ‘কোথাও যাচ্ছেন না। মোহনবাগানেই থাকছেন টম আলড্রেড।’ সম্প্রতি ফিফার ট্রান্সফার ব্যানের কবলে পড়েছিল মোহনবাগান। তার মাঝে আলড্রেডের থাকার খবরে হাসি ফুটেছে মেরিনার্সদের মুখে। 

দ্রুত সেই ব্যানও উঠে যাবে বলে আশাবাদী মোহনবাগান। টমকে নিয়ে নতুন মরসুমের জন্য পাঁচ বিদেশি চূড়ান্ত বাগানে। বাকি চার জন আলবার্তো রদ্রিগেস, জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোস ও জেমি ম্যাকলারেন। গ্রেগ স্টুয়ার্ট ও নুনো রেইসকে নিয়ে কোচ এখনও কোনও নির্দেশ দেননি। যেহেতু এ বার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে খেলতে হবে, তাই মোহনবাগান এ বারও সাত বিদেশিকেই সই করাতে চায়।

Advertisement

POST A COMMENT
Advertisement