Mohun Bagan Transfer News: কী কারণে আটকে মোহনবাগান-রবসন ডিল? যা জানা যাচ্ছে...

ডুরান্ড কাপে (Durand Cup) মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) প্রাথমিক পরিকল্পনায় নেই রবসন রবিনহো (Robson Robinho)। তাঁকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোচ হোসে মোলিনা (Jose Molina)। আসলে ফেডারেশন নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে সবুজ-মেরুন থিঙ্কট্যাঙ্ক।

Advertisement
কী কারণে আটকে মোহনবাগান-রবসন ডিল? যা জানা যাচ্ছে...মোহনবাগান সুপার জায়েন্ট

ডুরান্ড কাপে (Durand Cup) মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) প্রাথমিক পরিকল্পনায় নেই রবসন রবিনহো (Robson Robinho)। তাঁকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোচ হোসে মোলিনা (Jose Molina)। আসলে ফেডারেশন নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে সবুজ-মেরুন থিঙ্কট্যাঙ্ক। এর উপর নির্ভর করছে আইএসএলের ভাগ্য। তবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু'র (AFC Champions League 2) জন্য শক্তিশালী দল গড়ছে সবুজ-মেরুন শিবির। সেখানে বিদেশি খেলানোয় কোনও বাধ্যকতা নেই। রবসনের সঙ্গে প্রাথমিক চুক্তিতে সই সেরে রেখেছে সবুজ-মেরুন। সেক্ষেত্রে ভারতে তাঁকে মোহনবাগানেই খেলতে হবে।

ডুরান্ড কাপ দিয়ে শুরু হচ্ছে নতুন মরসুম। গত মরসুমের সাফল্য ভুলে নতুন করে লড়াইয়ে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছে সবুজ-মেরুন। ডুরান্ড কাপে শুরু থেকেই বিদেশি বা মূল দলের সব ফুটবলারকে নামিয়ে না দিলেও, মোহনবাগানের লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন হওয়া। সেক্ষেত্রে পরের রাউন্ডে ডার্বির সম্ভাবনা রয়েছে, সেই ম্যাচে যদিও পুরো শক্তি নিয়েই মাঠে নামবে সবুজ-মেরুন। বিদেশিদেরও খেলানো হতে পারে বলে শোনা যাচ্ছে। 

গ্রুপ পর্বে ডায়মন্ড হারবার এফসি-র বিররুদ্ধে খেলতে হবে মোহনবাগানকে। সেই ম্যাচেও দলের তারকাদের নিয়েই নামতে চাইছে সবুজ-মেরুন, রিজার্ভ দলের পাশাপাশি মূল দলের কিছু ফুটবলারকেও খেলতে দেখা যাবে এই ম্যাচে। আই লিগে জায়গা করে নেওয়া কিবু ভিকুনার দলকে যে একেবারেই হাল্কা ভাবে নিতে নারাজ মোহনবাগান, তা স্পষ্ট হয়েছে ইতিমধ্যেই।  

এদিকে, মঙ্গলবার শহরে পা রেখেছেন অভিষেক টেকচাম সিং। আগামী দু'একদিনের মধ্যেই হবে তাঁর মেডিক্যাল টেস্ট। এছাড়াও চলে আসার কথা বিশাল কাইথ, লিস্টন কোলাসো, মনবীর সিংয়ের। এরপর শুরু হবে ডুরান্ডের প্রস্তুতি। আগস্টের প্রথম সপ্তাহে কোচ মোলিনা সহ বিদেশি ফুটবলাররাও যোগ দেবেন অনুশীলনে। ডুরান্ড কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পূর্ণশক্তির দল মাঠে নামাতে চান স্প্যানিশ কোচ। চলতি মরসুমে অধিনায়ক হওয়ার দৌড়ে শীর্ষে বিশাল। এছাড়াও নাম রয়েছে মনবীর সিং ও দিমিত্রি পেত্রাতোসের। আবার জেমি ম্যাকলারেনের নেতৃত্ব ক্ষমতা কাজে লাগাতে চান কোচ মোলিনা। এক্ষেত্রেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্প্যানিশ হেড স্যার।

Advertisement

POST A COMMENT
Advertisement