Mohun Bagan Transfer: মোহনবাগান ছাড়ছেন শিল্ড জেতানো তারকা? সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন

এ মরসুম শেষ হওয়ার পরেই কি মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) ছেড়ে দেবেন দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratos)? মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এ ব্যাপারে মুখ না খুললেও সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে জোর গুঞ্জন চলছে। তবে এমনটা সত্যি হয়ে গেলে মন ভাঙবে সবুজ-মেরুন সমর্থকদের। হোসে রামিরেজ ব্যারেটো, সনি নর্দের পর তিনিই মোহনবাগান সমর্থকদের কাছে নয়নের মণি।

Advertisement
মোহনবাগান ছাড়ছেন শিল্ড জেতানো তারকা? সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জনমোহনবাগান

এ মরসুম শেষ হওয়ার পরেই কি মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) ছেড়ে দেবেন দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratos)? মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এ ব্যাপারে মুখ না খুললেও সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে জোর গুঞ্জন চলছে। তবে এমনটা সত্যি হয়ে গেলে মন ভাঙবে সবুজ-মেরুন সমর্থকদের। হোসে রামিরেজ ব্যারেটো, সনি নর্দের পর তিনিই মোহনবাগান সমর্থকদের কাছে নয়নের মণি। 

সকলের ভালবাসার পাত্র দিমিত্রি পেত্রাতোস  
শুধু দলকে জেতানো বা গোল করার ক্ষেত্রে নয়, দত্তাবাদে ছোট ছোট শিশুদের নিয়ে ফুটবল খেলতে নেমে পড়া। সব মিলিয়ে গোটা বাংলার মন জিতে নিয়েছেন মোহনবাগানের দিমি। তাঁর প্রভাব এতটাই যে, মোহনবাগানে তাঁর অনুশীলন দেখতে ছুটে আসেন চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল সমর্থকরাও। যে ঘটনা অন্তত কলকাতা ফুটবলে বিরল থেকে বিরলতম।

তাঁর গোলেই লিগ শিল্ড নিশ্চিত হয় মোহনবাগানের
সবথেকে বড় কথা, ওড়িশা এফসি-র বিরুদ্ধে তাঁর শেষ মুহূর্তের করা গোলেই লিগ শিল্ড নিশ্চিত করেছিল মোহনবাগান। 'আওয়ার স্পোর্টস ওয়ার্ল্ড' নামে একটি ফেসবুক পেজের খবর। সেখানে লেখা হয়েছে, অস্ট্রেলিয়ান এ-লিগের বেশ কয়েকটা ক্লাব থেকে মোহনবাগানের তারকা ফুটবলার দিমি পেত্রাতোস নাকি অফার পেয়েছেন। তাহলে কি দিমি মোহনবাগান ক্লাব ছাড়তে চলেছেন? তাঁকে নিতে নাকি প্রস্তাব দিয়েছে অস্ট্রেলিয়ান লিগের নানা ক্লাব।

দিমি যে সবুজ-মেরুন ব্রিগেডের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার, সেটা আজ আর নতুন করে বলার দরকার পড়ে না। বর্তমানে তিনি বাগান সমর্থকদের আবেগে নিজের জায়গা করে নিয়েছে। সঙ্গে ওই পোস্টে আরও দাবি করা হয়েছে, 'ইন্ডিয়ান সুপার লিগের থেকে অস্ট্রেলিয়ার লিগ যে হাজার গুণে ভাল, সেকথা সবাই জানে। এই পরিস্থিতিতে দিমি কী সিদ্ধান্ত গ্রহণ করেন, সেদিকেই আপাতত সবাই তাকিয়ে রয়েছে।'

আগামী শনিবার (১ মার্চ) পরবর্তী ম্যাচ খেলতে নামবে মেরিনার্সরা। কার্ড সমস্যার কারণে এই ম্যাচে খেলতে পারবেন না জেসন কামিন্স। এই পরিস্থিতিতে পেত্রাতোসকে প্রথম একাদশে রেখেই মলিনা যে গুটি সাজাতে চাইবেন, সেটা আলাদা করে বলে দেওয়ার দরকার পড়ে না। তবে  

Advertisement

POST A COMMENT
Advertisement