Mohun Bagan vs Mohammedan Sporting: মহমেডান ম্যাচের আগে আলবার্তোর চোট, মোহনবাগান ডিফেন্সে টমের সঙ্গে কে?

শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের ফিরতি মিনি ডার্বিতে মুখোমুখি হতে চলেছে মহমেডান স্পোর্টিং এবং মোহনবাগান সুপার জায়েন্ট। প্রথম সাক্ষাতে বড় ব্যবধানে জয় পেয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। লিগের ফিরতি বড় ম্যাচেও জয়ের ধারা অ্যাহত রাখতে চায় হোসে মলিনার দল। তবে চিন্তা বেড়েছে আলবার্তো রদ্রিগেজের চোট নিয়ে। 

Advertisement
মহমেডান ম্যাচের আগে আলবার্তোর চোট, মোহনবাগান ডিফেন্সে টমের সঙ্গে কে?আলবার্তো রদ্রিগেজ

শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের ফিরতি মিনি ডার্বিতে মুখোমুখি হতে চলেছে মহমেডান স্পোর্টিং এবং মোহনবাগান সুপার জায়েন্ট। প্রথম সাক্ষাতে বড় ব্যবধানে জয় পেয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। লিগের ফিরতি বড় ম্যাচেও জয়ের ধারা অ্যাহত রাখতে চায় হোসে মলিনার দল। তবে চিন্তা বেড়েছে আলবার্তো রদ্রিগেজের চোট নিয়ে। 

বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে জয়ের পর বিশ্রাম না নিয়েই অনুশীলনে নেমে পড়েছিলেন বাগান ফুটবলাররা। মঙ্গলবার অনুশীলনের পর বুধবার একদিনের বিশ্রাম নিয়েই, বৃহস্পতিবার থেকে পুনরায় মহমেডান ম্যাচের প্রস্তুতি দিল মোহনবাগান। যদিও এদিনের অনুশীলনে মেলিনার চিন্তা বাড়ালেন আলবার্তো রদ্রিগেজ। দলের সঙ্গে বল পায়ে অনুশীলন করলেন না বাগানের নির্ভরযোগ্য ডিফেন্ডার। মূলত সাইডলাইনেই রিহ্যাব করতে দেখা গেল তাঁকে। যদিও আলবার্তোর চোট কতটা গুরুতর তা এখনও জানা যায়নি। হাতে এখনও একটা দিন রয়েছে। শুক্রবার অনুশীলনের পরেই আলবর্তের ব্যাপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বাগান কোচ। স্প্যানিশ ডিফেন্ডারের চোটের কারণে এদিন সেন্টার ব্যাকে টম অ্যালড্রেডের সঙ্গী হলেন তরল দিপেন্দু বিশ্বাস। সাইড ব্যাক পজিশনে চুটিয়ে অনুশীলন করলেন আশিস রাই।

চলতি আইএসএলের প্রথম পর্যায়ে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে পরাজয়ের পর মহমেডান ম্যাচ থেকেই ঘুরে দাঁড়িয়েছিল মোলিনার দল। এই মুহূর্তে মোহনবাগান ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষ স্থানে থাকলেও, শেষ তিন ম্যাচে পয়েন্ট নষ্ট করেছে সবুজ-মেরুন ব্রিগেড। ফলে মহমেডান ম্যাচ থেকেই আবারও চেনা ছন্দে ফিরতে চাইছে তারা। ফলে আক্রমণভাগে নানারকম পরীক্ষা নিরীক্ষা করে দলের শক্তি আরও বাড়াতে চাইছেন হোসে মলিনা। 

এখান থেকে পয়েন্ট নষ্ট করা মানে এফসি গোয়ার সামনে লিগ শিল্ড জেতার সুযোগ করে দেওয়া। কারণ এই মুহূর্তে সাত। যদিও একটা ম্যাচ কম খেলেছেন নোয়া সাদোইরা। মোহনবাগানকে এখনও পঞ্জাব, কেরল, ওড়িশা, মুম্বই ও এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ খেলতে হবে। অন্যদিকে গোয়াকে খেলতে হবে জামশেদপুর, ওড়িশা, মুম্বই, কেরল, পঞ্জাব, মহমেডান ও মোহনবাগানের বিরুদ্ধে।  

Advertisement

POST A COMMENT
Advertisement