Mohun Bagan vs Mumbai City FC: আপুইয়ার দিকে উড়ে এল টাকা, মোহনবাগানে সই করাতেই রাগ মুম্বই সমর্থকদের?

মোহনবাগানের সঙ্গে শিল্ড জেতার টক্করে শেয়ানে শেয়ানে লড়াই করত সেই দলটা এখনও প্লে অফের দরজা খুলতে পারেনি। আর মোহনবাগান দুই ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন। সেই রাগ আপুইয়ার উপরেই দেখালেন মুম্বই সমর্থকদের একাংশ।

Advertisement
আপুইয়ার দিকে উড়ে এল টাকা, মোহনবাগানে সই করাতেই রাগ মুম্বই সমর্থকদের?আপুইয়া রালতে

মুম্বই সিটি এফসি (Mumbai City FC) থেকে এ মরসুমেই মোহনবাগান সুপার জায়েন্টে (Mohun Bagan Super Giant) যোগ দিয়েছেন আপুইয়া রালতে (Apuia Ralte)। তাঁকে ছাড়তে হওয়ায় মুম্বই সিটি এফসিকে যে ভুগতে হচ্ছে, তা এবারের লিগ টেবিল (ISL League Table) দেখলেই পরিস্কার। যে মুম্বই দল মোহনবাগানের সঙ্গে শিল্ড জেতার টক্করে শেয়ানে শেয়ানে লড়াই করত সেই দলটা এখনও প্লে অফের দরজা খুলতে পারেনি। আর মোহনবাগান দুই ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন। সেই রাগ আপুইয়ার উপরেই দেখালেন মুম্বই সমর্থকদের একাংশ।

কী ঘটেছে?
শনিবার বিকেলে মুম্বই ফুটবল এরিনাতে মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও মুম্বই সিটি এফসি। সেই ম্যাচ শেষ হয় ২-২ গোলে। দারুণ লড়াই করে ১০ জনে খেলেও ১ পয়েন্ট আদায় করে পিটার ক্র্যাকলের ছেলেরা। সে লড়াই নিঃসন্দেহে কুর্নিশ জানানোর মতোই। তবে মুম্বই সমর্থকদের একাংশ যা করলেন তা ভারতীয় ফুটবলের জন্য ভাল বিজ্ঞাপন নয়। ম্যাচ শেষে দুই দলের ফুটবলাররা যখন টানেলের দিকে যাচ্ছেন সেই সময়ই আপুইয়াকে লক্ষ্য করে উড়ে এল প্রচুর টাকা। ওড়ালেন মুম্বই সমর্থকরা। তাদের দাবি টাকার জন্যই মোহনবাগান সুপার জায়েন্টে সই করেছেন আপুইয়া। তাই সেই টাকা তাঁকে ফেরত দেওয়া হল। 

কী বলছেন মোহনবাগান সমর্থকরা?

একজন পেশাদার ফুটবলার টাকার জন্যই খেলেন। তাঁর দলের থেকে অন্য কোনও ক্লাব বেশি টাকা দিলে তিনি তো সেখানে যাবেন, সেটাই তো স্বাভাবিক। আর সেটা না করাটা আধুনিক ফুটবলে বোকামি বলেই মনে করেন বেশিরভাগ ফুটবলার। আপুইয়া রালতে ভারতীয় দলেরও ফুটবলার। তাই এভাবে অপমান করা মুম্বই ফ্যানদের শোভা পায় না বলেই মত মোহনবাগান সমর্থকদের। 

বদলা নিতে ব্যর্থ মোহনবাগান

কোনও কোনও সমর্থক তো এতটাই ক্ষুব্ধ যে তাঁরা বলছেন, যুবভারতীতে খেলতে এলে মুম্বইকে 'বুঝিয়ে' দেবেন। তবে শনিবার অন্তত তাদের দল পাল্টা দিতে পারেনি। গতবারের আইএসএল ফাইনালের বদলা নিতে পারল না মোহনবাগান। ২ গলে এগিয়ে গিয়েও দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে ফেলল লিগ শিল্ড বিজেতারা। তবে কি আত্মতুষ্টি গ্রাস করছে মোহনবাগানকে? সে প্রশ্ন কিন্তু থেকেই গেল।    

Advertisement

POST A COMMENT
Advertisement