Mohun Bagan VS Odisha FC: কাউকে না জানিয়ে দল ছাড়লেন তারকা, মোহনবাগান ম্যাচের আগে বড় সমস্যায় ওড়িশা

মোহনবাগান সুপার জায়েন্টের বিরুদ্ধে ম্যাচের আগে সমস্যায় ওড়িশা এফসি। শিবির ছেড়ে বেরিয়ে গেলেন, তারকা ফুটবলার আহমেদ জাহু। আজকের ম্যাচে এফসি গোয়া হেরে গেলে এমনিতেই লিগ শিল্ড জিতে যাবে সবুজ-মেরুন শিবির। তবে তা না হলে রবিবারের ম্যাচ জিততে হবে মোহনবাগানকে। তবে সেই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে জাহু না থাকায় সমস্যা বাড়বে ওড়িশার।

Advertisement
কাউকে না জানিয়ে দল ছাড়লেন তারকা, মোহনবাগান ম্যাচের আগে বড় সমস্যায় ওড়িশাmohun bagan

মোহনবাগান সুপার জায়েন্টের বিরুদ্ধে ম্যাচের আগে সমস্যায় ওড়িশা এফসি। শিবির ছেড়ে বেরিয়ে গেলেন, তারকা ফুটবলার আহমেদ জাহু। আজকের ম্যাচে এফসি গোয়া হেরে গেলে এমনিতেই লিগ শিল্ড জিতে যাবে সবুজ-মেরুন শিবির। তবে তা না হলে রবিবারের ম্যাচ জিততে হবে মোহনবাগানকে। তবে সেই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে জাহু না থাকায় সমস্যা বাড়বে ওড়িশার।

কী হয়েছে?

ওড়িশা এফসি-র পক্ষ থেকে পোস্ট করে জানানো হয়, হঠাৎ করে কাউকে না জানিয়ে শিবির ছেড়ে বেরিয়ে গিয়েছেন। এটা চুক্তি ভঙ্গের সামিল। ফলে জাহুর বিরুদ্ধে ওড়িশা এফসি-র কী ব্যবস্থা নেয় সেটা দেখার। তবে রবিবারের ম্যাচে যে তিনি খেলছেন না তা একরকম পরিস্কার হয়ে গিয়েছে। জাহু দীর্ঘদিন ভারতীয় ফুটবলে দাপটের সঙ্গে খেলছেন। মুম্বই সিটি এফসি-র পর ওড়িশাতেও বেশ সফল তিনি। তবে আইএসএল-এর এমন পর্যায়ে এসে কেন এমন কাজ করতে গেলেন তা এখনও পরিস্কার নয়।

দারুণ ছন্দে মোহনবাগান

এমনিতেই মোহনবাগান সুপার জায়েন্ট এবারের আইএসএলও দারুণ ছন্দে। তাই তাদের হারাতে হলে দারুণ ফুটবল খেলতে হবে ওড়িশাকে। এর মধ্যেই জাহু না থাকায় সমস্যা বাড়বে। জাহুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছেন ওড়িশার ক্লাব। শেষ অবধি এই ব্যাপারটা কথায় যায় সেদিকে সকলের নজর থাকবে। ঠিক একইভাবে মোহনবাগানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ এই ম্যাচে কীভাবে খেলে ওড়িশা সেদিকেও নজর রাখতে হবে। 

কীভাবে আজ চ্যাম্পিয়ন হতে পারে মোহনবাগান?
কেরলের সঙ্গে গোয়া ড্র করলে ওড়িশার বিরুদ্ধে রবিবার ঘরের মাঠে ১ পয়েন্ট পেলেই চলবে বাগান ব্রিগেডের। কারণ গোয়া তখন ৪৯ পয়েন্টের বেশি পাবে না। সেক্ষেত্রে মোহনবাগান ৫০ পয়েন্ট ছুঁলেই বাজিমাত। কেরলের বিরুদ্ধে গোয়া জিতলে বাগান বাহিনীর দরকার হবে ওড়িশা ম্যাচে জয়, ৩ পয়েন্ট ঘরে তুলে ৫২ পৌঁছে শিল্ডের দখল নিতে হবে। তবে অঙ্কের কচকচানিতে যেতে রাজি নন বাগানের হেড স্যর হোসে মোলিনা। রবিবার ওড়িশাকে হারিয়ে শিল্ড জেতার প্রস্তুতিতে কোনওরকম শিথিলভাব দেখাচ্ছেন না।
  

Advertisement

POST A COMMENT
Advertisement