রাজুর থেকে পরোটা খাবেন মেসি'রাজুদা'র পকেট পরোটা (Raju Dar Pocket Paratha) এমনিতেই দারুণ বিখ্যাত। সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় তাঁর ভিডিও। এবার সেই গুমার রাজুই পকেট পরোটা খাওয়াবেন স্বয়ং লিওনেল মেসিকে (Lionel Messi)! আগামী ডিসেম্বরে মেসি আসছেন ভারতে। কলকাতা-সহ তিন শহরে এক ঝাঁক অনুষ্ঠান রয়েছে কিংবদন্তি ফুটবলারের। আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী ফুটবলারকে দেখতে এখন থেকেই আগ্রহ তুঙ্গে।
সোশ্যাল মিডিয়ায় কিছুদিন ধরেই একটা ছবি ভাইরাল হয়। সেখানে দেখা যায়, 'রাজু দা'র কাছ থেকে পকেট পরোটা খাচ্ছেন। কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্যে বানানো এই ছবিতে রীতিমত ট্রোল করা হচ্ছিল পরোটা বিক্রেতাকে। যা শতদ্রু দত্তের চোখেও পড়ে। তারপরেই মেসিকে শহরে আনার কারিগর, উদ্যোগ নেন। তাঁর মনে হয়েছে। আসলে মজার আড়ালে রাজুকে নিয়ে ট্রোল করা হচ্ছে। তাই এই পরোটা বিক্রেতার মান বাঁচাতে এগিয়ে এলেন শতদ্রু। তাই কলকাতা সফরের ফাঁকে যদি 'পকেট পরোটা' খ্যাত 'রাজুদা'র সঙ্গে মেসির দেখা হয়ে যায়, অবাক হওয়ার কিছু থাকবে না। শতদ্রু অন্তত সেরকমই ছকে রেখেছেন।
ফেসবুক পোস্টে শতদ্রু লেখেন, 'রাজু পরোটা বিক্রি করে রোজগার করেন, এতে অন্যায়ের কী আছে! ব্যঙ্গ না করে ওঁকে সম্মান করা উচিত। যে যে পেশাতেই থাকুন না কেন, ট্রোলিং করাটা এখন স্বভাব হয়ে গিয়েছে। কী যে আনন্দ পান এতে, বুঝতে পারি না। অন্যকে ছোট করে মানসিক তৃপ্তি খোঁজা আসলে ব্যধি। সেই রোগ যাতে সারে, তাই আমি মেসি-রাজুর সাক্ষাতের কথা ভাবছি। এটাই ট্রোলারদের জবাব।'
১৩ ডিসেম্বর, কলকাতার যুবভারতীতে গোট কনসার্ট আয়োজিত হবে। ওইদিনই খেলা হবে মিনি ডার্বি। ১১ জন করে ফুটবলার থাকবেন দুই দলেই। মোহনবাগান মেসি অল স্টার্স বনাম ইস্টবেঙ্গল মেসি অল স্টার্সের এই ম্যাচে দুই দলের সেরা দেশি-বিদেশি তারকারা খেলবেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। জয়ী দলকে বিশেষ পুরস্কার দেবেন মেসি স্বয়ং। গোটা ডার্বি ম্যাচও দেখবেন তিনি।