East Bengal: সেলিসের চোট নিয়ে উদ্বেগ, গোয়া ম্যাচে ইস্টবেঙ্গল পাবে ভেনেজুয়েলার তারকাকে?

রবিবার এফসি গোয়ার (FC Goa) বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচে নামছে ইস্টবেঙ্গল (East Bengal)। ইন্ডিয়ান সুপার লিগে (Indian Super League) শেষ ছয়ে পৌঁছনোর আশা জিইয়ে রাখতে গেলে, এই ম্যাচ জিততেই হবে ইস্টবেঙ্গলকে। পর পর দুই ম্যাচ হেরে এমনিতেই বেশ বেকায়দায় ইস্টবেঙ্গল। তবে গোয়া ম্যাচের আগে কোচ অস্কার ব্রুজোর চিন্তা বাড়িয়েছে নতুন বিদেশি রিচার্ড সেলিসের (Richard Celis) চোট।

Advertisement
সেলিসের চোট নিয়ে উদ্বেগ, গোয়া ম্যাচে ইস্টবেঙ্গল পাবে ভেনেজুয়েলার তারকাকে?রিচার্ড সেলিস

রবিবার এফসি গোয়ার (FC Goa) বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচে নামছে ইস্টবেঙ্গল (East Bengal)। ইন্ডিয়ান সুপার লিগে (Indian Super League) শেষ ছয়ে পৌঁছনোর আশা জিইয়ে রাখতে গেলে, এই ম্যাচ জিততেই হবে ইস্টবেঙ্গলকে। পর পর দুই ম্যাচ হেরে এমনিতেই বেশ বেকায়দায় ইস্টবেঙ্গল। তবে গোয়া ম্যাচের আগে কোচ অস্কার ব্রুজোর চিন্তা বাড়িয়েছে নতুন বিদেশি রিচার্ড সেলিসের (Richard Celis) চোট। 

তবে কি চোট গোপন করেই লাল-হলুদে খেলতে এসেছেন সেলিস? যদি তাই হয় তবে ক্লাব কর্তারা কেন তাঁর পরীক্ষা করে দলে নিলেন না? এসব অনেক প্রশ্ন শোনা যাচ্ছে। দলের সঙ্গে একদিন অনুশীলন করার পরের দিনই, অনুপস্থিত ইস্টবেঙ্গলের নতুন বিদেশি রিচার্ড সেলিস। সূত্র মারফত জানা যাচ্ছে, মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলনের পরে কুঁচকিতে হালকা ব্যথা অনুভব করছিলেন সেলিস। তাই তড়িঘড়ি তাঁর সেই জায়গায় স্ক্যান করা হয়। সমর্থকদের জন্য স্বস্তির বিষয় হল, সেই স্ক্যান রিপোর্টে তেমন কিছু পাওয়া যায়নি। লাল-হলুদ সূত্র মারফত জানা যাচ্ছে, এদিন বিশ্রামের পরে বৃহস্পতিবার আবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন সেলিস।

অন্যদিকে বুধবার অনুশীলন এলেও, কোনওরকম ট্রেনিং না করেই মাঠ ছাড়েন ইস্টবেঙ্গলের দুই তারকা বিদেশি ডিফেন্ডার হিজাজি মাহের এবং হেক্টর ইউস্তে। সূত্র মারফত জানা যাচ্ছে দু'জনেরই হালকা চোট রয়েছে, তাই তাঁদের নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চাইছেন না অস্কার ব্রুজো। মনে করা হচ্ছে এই দুই ফুটবলারই একেবারে শুক্রবার গোয়ায় পৌঁছে অনুশীলন করবেন। এদিন মাঠ ছাড়ার সময় হিজাজি যদিও জানিয়ে গেলেন, 'আমি কিছুটা ক্লান্ত সেই জনাই অনুশীলন করিনি। এছাড়া একদম ফিট রয়েছি।' 

তবে এই ম্যাচে খেলার সম্ভাবনা প্রায় নেই আনোয়ার আলির। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। তারপর থেকেই মাঠের বাইরে এই তারকা ডিফেন্ডার। বুধবারও অনুশীলনে আসেননি তিনি। অন্যদিকে মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন না করলেও, এদিন পুরোদমে অনুশীলন করলেন ক্লেইটন সিলভা।

Advertisement

POST A COMMENT
Advertisement