Richest Footballer In The World: মেসি-রোনাল্ডো নয়, ইনিই বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার; আয় জানলে চমকে যাবেন

Richest Footballer In The World: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) বা লিওনেল মেসি (Lionel Messi) নয়, বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার (richest footballer in the world) কে জানেন? নামটা শুনলে চমকে যাবেন। তিনি ব্রুনেই নিবাসী ফাইখ জেফ্রি বলকিয়া (Faiq Bolkiah)। সবচেয়ে বিত্তবান ফুটবলারদের তালিকায় দুই নম্বরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo Net Worth)। আর ফাইখের আয় তাঁর থেকে ২০ গুণ বেশি!

Advertisement
মেসি-রোনাল্ডো নয়, ইনিই বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার; আয় জানলে চমকে যাবেন

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) বা লিওনেল মেসি (Lionel Messi) নয়, বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার (richest footballer in the world) কে জানেন? নামটা শুনলে চমকে যাবেন। তিনি ব্রুনেই নিবাসী ফাইখ জেফ্রি বলকিয়া (Faiq Bolkiah)। সবচেয়ে বিত্তবান ফুটবলারদের তালিকায় দুই নম্বরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo Net Worth)। আর ফাইখের আয় তাঁর থেকে ২০ গুণ বেশি!

কীভাবে সবচেয়ে ধনী ফুটবলার হলেন ফাইখ?
বিশ্বের বিরাট নামী কোনও ক্লাবে এখন খেলেন না ফাইখ। তা হলে কীভাবে তিনি এত বড়লোক হলেন? আসলে তিনি ব্রুনেই রাজ পরিবারের সদস্য (Brunei Royal Family)। প্রিন্স জেফরি বলকিয়ার পুত্র ফাইখ। আর সেই কারণেই তিনি সবচেয়ে বিত্তবান পুরুষ ফুটবলার। যেখানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ১ বিলিয়ন মার্কিন ডলার রোজগার করেন, সেখানে ফাইখের রোজগার ২০ বিলিয়ন মার্কিন ডলার। 

তালিকায় কত নম্বরে মেসি?
রোনাল্ডোর পরেই রয়েছেন লিওনেল মেসি। ৮৫০ মিলিয়ন মার্কিন ডলার থেকে ১ বিলিয়ন মার্কিন ডলার রোজগার করেন মেসি। এর মধ্যে তাঁর ক্লাব ইন্টার মিয়ামি থেকে পাওয়া রোজগারের অর্থ যেমন আছে, তেমনই আছে এন্ডোর্সমেন্ট ও অন্যান্য বিজ্ঞাপন থেকে আয় তো আছেই। পাশাপাশি আছে সোশ্যাল মিডিয়া থেকেও বিরাট আয়। তবুও রাজ পরিবারের এই সদস্যকে ছুঁতে পারছেন না আর্জেন্টিনা (Argentina Football Team) বিশ্বকাপ (Fifa World Cup 2022) জেতানো এই ফুটবলার।

ফাইখ জেফ্রি বলকিয়া
ফাইখ জেফ্রি বলকিয়া

কোন কোন ক্লাবে খেলেছেন ফাইখ?
ইংল্যান্ডের দুই প্রথম সারির ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে রাজ পরিবারের এই সদস্যের। ২০১৪ সাল থেকে খেলছেন। তিনি বিভিন্ন সময়ে ইংল্যান্ডের চেলসি, লেস্টার সিটি এবং পর্তুগালের মারিটিমোর মতো ক্লাবে খেলেছেন। ফাইখ বলকিয়াহ তার ফুটবল ক্যারিয়ারে বিভিন্ন দেশে লিগ শিরোপা জিতেছেন, যার মধ্যে রয়েছে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকায় জন্ম নেওয়া এই তারকা, প্রতিনিধিত্ব করেছেন ব্রুনেই জাতীয় দলের হয়েও। ক্যাপ্টেনের আর্মব্যান্ডও পরতে দেখা গিয়েছে তাঁকে। 

POST A COMMENT
Advertisement