Robson Robinho-Neymar Jr: নেইমারের সঙ্গে খেলার অভিজ্ঞতা কেমন? জানালেন মোহনবাগানের রবিনহো

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের বিরুদ্ধে খেলা রবসন রবিনহো এবার মোহনবাগান সুপার জায়েন্টে। স্বাভাবিক ভাবেই, সাধারণ সমর্থকদের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে, নেইমারের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা কেমন? মাঠের বাইরে ব্রাজিলিয়ান জাতীয় দলের তারকার সঙ্গে খুব বেশি সখ্যতা না থাকলেও, তাঁর বিরুদ্ধে খেলা সেই ম্যাচের অভিজ্ঞতা সবসময় স্পেশাল বলে জানিয়েছেন রবসন।

Advertisement
নেইমারের সঙ্গে খেলার অভিজ্ঞতা কেমন? জানালেন মোহনবাগানের রবিনহোনেইমার ও রবিনহো

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের বিরুদ্ধে খেলা রবসন রবিনহো এবার মোহনবাগান সুপার জায়েন্টে। স্বাভাবিক ভাবেই, সাধারণ সমর্থকদের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে, নেইমারের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা কেমন? মাঠের বাইরে ব্রাজিলিয়ান জাতীয় দলের তারকার সঙ্গে খুব বেশি সখ্যতা না থাকলেও, তাঁর বিরুদ্ধে খেলা সেই ম্যাচের অভিজ্ঞতা সবসময় স্পেশাল বলে জানিয়েছেন রবসন।

মোহনবাগান সুপার জায়েন্টের মিডিয়া টিমকে দেওয়া সাক্ষাৎকারে রবসন বলেন, 'নেইমার দ্য সিলভার বিরুদ্ধে মাঠে নেমে খেলাটা আমার কাছে সম্মানের। ওর সঙ্গে মাঠের বাইরে আমার তেমন সখ্যতা নেই। মাঠে আমার প্রতিপক্ষ দলে ও খেলছিল গত ফেব্রুয়ারিতে সাওপাওলো লিগের একটি ম্যাচে। ওই দিনটার কথা আমার কাছে সারাজীবন স্মরণীয় হয়ে থাকবে এজন্যই যে, আমি ব্রাজিলের জাতীয় দলের সেরা ফুটবলারের বিরুদ্ধে খেলতে নেমেছিলাম।'

মোহনবাগানে যোগ দিয়ে গোল করার পাশাপাশি অ্যাসিস্টও করতে চান রবিনহো। দলের জয় শুধু নয়, সেখানে নিজের ছাপ রাখতে মরিয়া বসুন্ধরা কিংসের প্রাক্তন এই তারকা। ৯৭ টা ম্যাচ খেলে করেছেন ৬৪টি গোল। সতীর্থকে গোল করার বল সাজিয়ে দিয়েছেন ৪৯টি। এই পরিসংখ্যানই প্রমাণ করে তিনি যা বলছেন তা কতটা সত্যি। বলেন, 'আমি গোল করতে ভালোবাসি, গোল করাতেও। কিন্তু সবার উপরে দলকে ভলোবাসি। তাই আমার ব্যক্তিগত লক্ষ্য যদি জানতে চান তা হলে বলব, দলকে আরও সাফল্য দেওয়াই আমার একমাত্র লক্ষ্য। ইতিমধ্যেই মোহনবাগান সুপার জায়ান্ট সাফল্যের চূড়ায় পৌঁছেছে। তার বেশি যদি ক্লাব আরও কিছু সম্মান পায় তবে সেটাই হবে আমার লক্ষ্য পূরণ।'

মোহনবাগান দল প্রি সিজন করার বিশেষ সময় না পেলেও, রবসন কিন্তু খেলার মধ্যেই আছেন। সাও পাওলো লিগে খেলেছেন। ফলে আত্মবিশ্বাসের ফুটছেন এই তারকা। বলেন, 'আমি খেলার মধ্যেই আছি। নিজেকে ফিট রাখার জন্য নিয়মিত ফিজিক্যাল ট্রেনিং করি। দু সপ্তাহ সময় পেলেই আমি টিমের সঙ্গে সব দিক থেকেই মানিয়ে নিতে পারব বলে আশা রাখি। আমার নিজের বিশ্বাস, মোহনবাগানের প্রথম এ এফ সি ম্যাচের আগেই আমি দলের একজন কার্যকর ফুটবলার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারব।' 

Advertisement

সোমবার সকালে শহরে এসে পড়ছেন তিরিশ বছর বয়সী ব্রাজিলিয়ান এই তারকা। তারপর নেমে পড়বেন এ সি এল টু-র প্রস্ততিতে। গোলমেশিন ও দুর্দান্ত প্লে মেকার রবসন যোগ দেওয়ায় হোসে মোলিনার দলের আক্রমণভাগের শক্তি আরও বাড়বে। কারণ রবসন দুই উইং-এ খেলতে যেমন দক্ষ, তেমনই নম্বর-টেন পজিসনে খেলেও সাফল্য পেয়েছেন।   

 

POST A COMMENT
Advertisement