East Bengal Champion: ফের বিদেশের মাটিতে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ট্রফি জয় মেয়েদের

আবার বিদেশের মাটিতে ট্রফি জিতল ইস্টবেঙ্গলের মেয়েরা। নেপালের কাঠমান্ডুতে এপিএফ ক্লাবের বিরুদ্ধে জিতে চ্যাম্পিয়ন হল লাল-হলুদ। ম্যাচের ব্যবধান ৩-০। শুরু থেকেই আক্রমণে ঝড় তোলে ইস্টবেঙ্গল। একের পর এক আক্রমণের ফসল তোলে লাল-হলুদ। প্রথম গোল ফাজিলার। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান তিনিই।

Advertisement
ফের বিদেশের মাটিতে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ট্রফি জয় মেয়েদেরইস্টবেঙ্গল

আবার বিদেশের মাটিতে ট্রফি জিতল ইস্টবেঙ্গলের মেয়েরা। নেপালের কাঠমান্ডুতে এপিএফ ক্লাবের বিরুদ্ধে জিতে চ্যাম্পিয়ন হল লাল-হলুদ। ম্যাচের ব্যবধান ৩-০। শুরু থেকেই আক্রমণে ঝড় তোলে ইস্টবেঙ্গল। একের পর এক আক্রমণের ফসল তোলে লাল-হলুদ। প্রথম গোল ফাজিলার। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান তিনিই।

ফাজিলার দারুণ পারফরম্যান্স

২২ মিনিটে গোল করেন ফাজিলা। নেপালের দলের ডিফেন্সের ভুলে গোল করে যান তিনি। সেক্ষেত্রে গোলকিপার অঞ্জনার ভুলও অস্বীকার করা যায় না। ফাজিলার ডান পায়ে নেওয়া জোরাল ভলি অঞ্জনার নাগাল এড়িয়ে গোলে ঢুকে যায়। এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ৩৫ মিনিট সিল্কি দেবনাথ গোল করে ব্যবধান বাড়ান। হেডে করা সেই গোলে ইস্টবেঙ্গলের খেতাব জয়ের স্বপ্ন অনেকটাই উজ্জ্বল হয়। আর সেই স্বপ্ন আরও উজ্জ্বল হয়ে ওঠে ফাজিলার দ্বিতীয়ার্ধের করা গোলে। 

দ্বিতীয়ার্ধে ফাজিলা ফের ব্যবধান বাড়ান। ৪৬ মিনিটে তাঁর জোরাল শট গোলকিপার অঞ্জনার হাতের তলা দিয়ে গোলে জালে জড়িয়ে যায়। এর ফলেই চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল। সাফ কাপে দারুণ ছন্দে ছিল লাল-হলুদ। একের পর এক ক্লাবের বিরুদ্ধে দারুণ পারফর্ম করে ফাইনালে ওঠে ইস্টবেঙ্গলের মেয়েরা। আর সেই ধারা বজায় থাকল ফাইনালেও। সে কারণেই এই জয় খুব স্পেশাল লাল-হলুদের কাছে। 

ইস্টবেঙ্গলের গড়া রেকর্ড 

* দেশের মহিলা ফুটবলে ইস্টবেঙ্গল প্রথম দল যারা আন্তর্জাতিক ট্রফি জিতলো।

* দেশের পুরুষদের ফুটবলে ইস্টবেঙ্গল প্রথম দল যারা আন্তর্জাতিক ট্রফি জিতেছিলো।

* ভারতবর্ষে ইস্টবেঙ্গল ক্লাব ছাড়া আর কোনও ক্লাব আন্তর্জাতিক ট্রফি জেতেনি। 

* সমগ্র বিশ্বে ইস্টবেঙ্গল প্রথম ক্লাব যাদের পুরুষ এবং মহিলা ফুটবল টিম তাদের দেশের মধ্যে প্রথম আন্তর্জাতিক ট্রফি জিতেছে। 


 

POST A COMMENT
Advertisement