scorecardresearch
 

Mohun Bagan: টাকা লাগবে না গ্যালারিতে বসে দেখুন মোহনবাগান-হায়দরাবাদ ম্যাচ, বড় ঘোষণা সঞ্জীব গোয়েঙ্কার

শনিবার রুদ্ধশ্বাস ম্যাচে দারুণ জয় পেয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) বিরুদ্ধে এই জয়ের পরেই নতুন বছরের দারুণ উপহারের কথা ঘোষণা করলেন সবুজ-মেরুন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। প্রথমে এগিয়ে গিয়েও পরে পিছিয়ে পড়েছিল মোহনবাগান। কিন্তু ম্যাচের শেষ লগ্নে কোচ মলিনার (Jose Molina) মাস্টারস্ট্রোকেই গ্রেগ স্টুয়ার্টহীন (Greg Stewart) মোহনবাগান দল ম্যাচ থেকে তিন পয়েন্ট বের করে নেয় এবং আইএসএলের (ISL Point Table) পয়েন্ট তালিকায় নিজেদের শীর্ষস্থান বজায় রাখে ২৬ পয়েন্ট নিয়ে। আর সেই জয়ের পরেই আবার দারুণ উপহার পেলেন মোহনবাগান সমর্থকরা।

Advertisement
mohun bagan mohun bagan

শনিবার রুদ্ধশ্বাস ম্যাচে দারুণ জয় পেয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) বিরুদ্ধে এই জয়ের পরেই নতুন বছরের দারুণ উপহারের কথা ঘোষণা করলেন সবুজ-মেরুন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। প্রথমে এগিয়ে গিয়েও পরে পিছিয়ে পড়েছিল মোহনবাগান। কিন্তু ম্যাচের শেষ লগ্নে কোচ মলিনার (Jose Molina) মাস্টারস্ট্রোকেই গ্রেগ স্টুয়ার্টহীন (Greg Stewart) মোহনবাগান দল ম্যাচ থেকে তিন পয়েন্ট বের করে নেয় এবং আইএসএলের (ISL Point Table) পয়েন্ট তালিকায় নিজেদের শীর্ষস্থান বজায় রাখে ২৬ পয়েন্ট নিয়ে। আর সেই জয়ের পরেই আবার দারুণ উপহার পেলেন মোহনবাগান সমর্থকরা।

নতুন বছরে কী উপহার?

এরপর এফসি গোয়ার সঙ্গে ম্যাচ রয়েছে গোয়ার ফতোরদা স্টেডিয়ামে। তারপরেও রয়েছে আরেকটি অ্যাওয়ে ম্যাচে। ২৬ ডিসেম্বর পঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচটাও অ্যাওয়ে। দলের দুরন্ত কামব্যাক ও জয় দেখে আহ্লাদে আটখানা হয়ে সমর্থকদের নতুন বছরের উপহার দিলেন কর্ণধার। ২ জানুয়ারি নতুন বছরে সল্টলেক স্টেডিয়ামে হায়দরাবাদ এফসির সঙ্গে খেলবে মোহনবাগান। সেই ম্যাচেরই টিকিট ফ্রি করে দিলেন মোহনবাগান সুপার জায়ান্টের বিনিয়োগকারী সংস্থার কর্ণধার। জানালেন বাগান সমর্থকদের সেদিনের টিকিট কিনতে হবে না টাকা দিয়ে, এটাই তাঁর তরফ থেকে সমর্থকদের উপহার।

আরও পড়ুন

কয়েক বছর আগে যখন মোহনবাগান আইএসএল নকআউট চ্যাম্পিয়ন হয়েছিল, তখন মাঠে দাঁড়িয়েই আনন্দে আত্মহারা হয়ে মোহনবাগানের নামের আগে থেকে এটিকে সরিয়ে নেন তিনি। এবার ফের একবার মোহনবাগান সমর্থকদের উপহার দিয়ে দারুণ খুশি সঞ্জীব গোয়েঙ্কা। 

প্রসঙ্গত কয়েকদিন আগে আইপিএলের নিজের দল লখনউ সুপার জায়ান্টকে নিয়ে বক্তব্য রাখতে গিয়েও মোহনবাগানের কথা তুলে ধরে উদাহরণ হিসেবে দেখিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। বুঝিয়েছিলেন বাগানের সমর্থকরা লখনউয়ের সমর্থকদের থেকে অনেক বেশি নিজের দলকে সমর্থন করে। তাই প্রিয় সমর্থকদের এই উপহার।

Advertisement

Advertisement