Sunil Chetri: কেমন হয়েছে সুনীল ছেত্রীর ছেলে? ১২ দিন পর ছবি শেয়ার করলেন

গত ৩০ অগাস্ট বাবা হয়েছেন সুনীল ছেত্রী। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী সোনম। তার প্রায় ১২ দিন পর সেই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় জানালেন ফুটবল তারকা। ছেলের নাম ধ্রুব(Dhruv) রেখেছেন বলে জানিয়েছেন তিনি। অনেক চেষ্টা পর তাঁরা মা-বাবা হয়েছেন বলে জানিয়েছেন সুনীল ছেত্রী। 

Advertisement
কেমন হয়েছে সুনীল ছেত্রীর ছেলে? ১২ দিন পর ছবি শেয়ার করলেনছেলের নাম জানালেন সুনীল ছেত্রী
হাইলাইটস
  • গত ৩০ অগাস্ট বাবা হয়েছেন সুনীল ছেত্রী। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী সোনম।
  • তার প্রায় ১২ দিন পর সেই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় জানালেন ফুটবল তারকা। ছেলের নাম ধ্রুব(Dhruv) রেখেছেন বলে জানিয়েছেন তিনি।
  • অনেক চেষ্টা পর তাঁরা মা-বাবা হয়েছেন বলে জানিয়েছেন সুনীল ছেত্রী। 

গত ৩০ অগাস্ট বাবা হয়েছেন সুনীল ছেত্রী। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী সোনম। তার প্রায় ১২ দিন পর সেই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় জানালেন ফুটবল তারকা। ছেলের নাম ধ্রুব(Dhruv) রেখেছেন বলে জানিয়েছেন তিনি। অনেক চেষ্টা পর তাঁরা মা-বাবা হয়েছেন বলে জানিয়েছেন সুনীল ছেত্রী। 

ইনস্টাগ্রামে সুনীল ছেত্রী লিখেছেন, 'এটা সহজ ছিল না। প্রতিবারই যখন আমরা ভেবেছি, এবার হয় তো সম্ভব হবে, শেষ পর্যন্ত তা হয়নি। আমাদের আরও চেষ্টা চালিয়ে যেতে হয়েছে। তবে আমরা কখনও বিশ্বাস হারাইনি। অবশেষে, আমাদের মা-বাবা হওয়ার ইচ্ছা সকল বাধাকে পরাজিত করেছে। এখন আমরা তিনজন।'

সুনীল আরও লিখেছেন, 'আমরা আপনাদের মিষ্টি, ভালবাসার মেসেজগুলি পেয়ে অনেক খুশি হয়েছি। এই অনুভূতি আমরা কখনই ভুলব না। আমরা আপনাদের সকলকে আমাদের হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই।'
 

ছেলের নাম ধ্রুব রেখেছেন সুনীল ছেত্রী। তিনি জানিয়েছেন, 'আমরা কিছুটা সময় নিয়েছি। তবে যেদিন আমরা তার নামকরণ করলাম, সেদিনই মনে হল, এবার তার পরিচয় করানো যেতে পারে। আমাদের ছেলে ধ্রুব।'

বেঙ্গালুরুর নার্সিংহোমে পুত্র সন্তান জন্ম হয় সোনমের। এশিয়ান গেমসে খেলতে যাওয়ার আগে ভারতীয় দল কিংস কাপে খেলার কথা ছিল। যদিও সন্তানের জন্মের জন্য কিংস কাপের দল থেকে বেরিয়ে যান সুনীল ছেত্রী। আগেই কোচ ইগর স্টিম্যাচের কাছে ছুটি চেয়ে নিয়েছিলেন তিনি।

২০০৫ সাল থেকে জাতীয় দলে খেলছেন সুনীল। দেশের জার্সিতে সর্বাধিক ম্যাচ খেলার নজির গড়েছেন তিনি। বর্তমানে যতজন সক্রিয়া ফুটবলার দেশের হয়ে খেলছেন, তাঁদের মধ্যে তৃতীয় সর্বাধিক গোলের মালিক সুনীল ছেত্রী। তাঁর আগে রয়েছেন রোনাল্ডো ও মেসি।
 

POST A COMMENT
Advertisement