ইস্ট বেঙ্গল বনাম মোহনবাগান SGডার্বি (Kolkata Derby) ম্যাচ গোলশূন্য ড্র করে সেমিফাইনালের টিকিট পাকা করেছে ইস্টবেঙ্গল (East Bengal)। আর গোল পার্থক্যের কারণে ছিটকে যেতে হয়েছে মোহনবাগান সুপার জায়েন্টকে (Mohun Bagan Super Giant)। এরপরেই লাল-হলুদ সমর্থকদের চিন্তা ছিল সেমিফাইনালে তাঁদের প্রতিপক্ষকে নিয়ে। অপর সেমিফাইনালের একটা দল কারা তা এখনও ঠিক না হলেও, ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কারা তা ঠিক হল বুধবার। সুপার কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ পঞ্জাব এফসি (Punjab FC)।
লাল-হলুদ কর্তাদের আপত্তি সত্ত্বেও ঠিক হয়েছে, গোয়ার ফাতোরদা স্টেডিয়ামেই ৪ ডিসেম্বর দুটো সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। পাশাপাশি ৭ ডিসেম্বর এখানেই হবে ফাইনাল ম্যাচ। অন্য সেমিফাইনালে এফসি গোয়ার প্রতিপক্ষ কে, তা জানা যাবে বৃহস্পতিবার গ্রুপ 'ডি'র ম্যাচ শেষ হলে।
গ্রুপ 'এ' থেকে গোলের গড়ে মোহনবাগানকে পিছনে ফেলে অস্কার ব্রুজোর দল আগেই শেষ চারের টিকিট পেয়েছিল। বুধবার গ্রুপ 'সি'র শীর্ষ টিম বাছাইয়ের খেলা শেষ হলো নাটকীয়ভাবে। পয়েন্টের হিসেবে পঞ্জাব ও বেঙ্গালুরু সমান জায়গায় থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে রায়ান উইলিয়ামসের শট বাঁচিয়ে দেন পঞ্জাবের গোল কিপার শাবির। ফলে পঞ্জাব চলে গেল সেমিফাইনালে। আগামী ৪ ডিসেম্বর ফতোরদা স্টেডিয়ামে সুপার কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ হল পঞ্জাব। অন্যদিকে আবার ব্যর্থ কলকাতার আরেক প্রধান মহমেডান স্পোর্টিং। বেঙ্গালুরু-পঞ্জাব ম্যাচ হার মহমেডানের আশা শেষ করে দেয়।
সুপার কাপে সুপার ফ্লপ হলো মহমেডান। বিদেশি ছাড়া একঝাঁক জুনিয়র ফুটবলার নিয়ে ডেম্পো সুপার কাপে ইস্টবেঙ্গল, মোহনবাগানকে আটকে দিয়ে নজর কাড়লেও মেহরাজউদ্দিনের প্রশিক্ষণে খেলতে নামা মহমেডান কিন্তু চরম ব্যর্থ। আগের দুই ম্যাচে তারা বেঙ্গালুরু এফসি ও পঞ্জাব এফসির কাছে হেরেছিল। তাতে অজুহাত ছিল এরা আইএসএলের সেরা শক্তি। কিন্তু বুধবার মহামেডানকে ৩-০ গোলে হারাল আই লিগের টিম গোকুলম কেরালা এফসি। কেরলের এই দল তিন ম্যাচে তিন পয়েন্টে গ্রুপে তিন নম্বরে শেষ করল। মহমেডানের তিন ম্যাচেই হেরেছে। একটা গোলও করতে পারেনি।