সুপার কাপে একই গ্রুপে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়েন্ট। এই দুই বড় দল ছাড়াও গ্রুপে রয়েছে রিয়াল কাশ্মীর ও চেন্নাইয়েন এফসি। এবারের সুপার কাপ হবে ভুবনেশ্বরে নয়, হবে গোয়ায়। শোনা যাচ্ছে ৩১ অক্টোবর হতে পারে ডার্বি ম্যাচ। এবারের সুপার কাপের যা ফরম্যাট তাতে চার গ্রুপ থেকে একটা করে দল খেলবে সেমিফাইনালে।
ফলে নক আউট না হলেও, সুপার কাপের যা ফরম্যাট তাতে তা কার্যত নক আউট। গ্রুপের সেরা দল পরের রাউন্ডে গেলে সব ম্যাচই জিততে হবে, একটা ম্যাচ হারলেই সেই আশা শেষ হয়ে যাবে। সুপার কাপে চার বিদেশি খেলানো নিয়ে ক্ষোভের কথা জানালেও, ফেডারেশনের এই টুর্নামেন্টে খেলবে সবুজ-মেরুন।
ইস্টবেঙ্গল ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবারে আইএসএল নয়, সুপার কাপ দিয়ে শুরু হচ্ছে ভারতের ফুটবল মরসুম। এর আগে ডুরান্ড কাপেও মুখোমুখি হয়েছিল দুই দল। সেখানে মোহনবাগানকে হারিয়ে দেয় ইস্টবেঙ্গল। সেই ম্যাচের বদলা নিতে মুখিয়ে থাকবে সবুজ-মেরুন। ফলে উত্তেজক ডার্বি আশা করাই যায়।
কোন গ্রুপে কারা?
গ্রুপ এ- মোহনবাগান সুপার জায়েন্ট, চেন্নাইয়েন এফসি, ইস্টবেঙ্গল এফসি, রিয়াল কাশ্মীর এফসি
গ্রুপ বি- এফসি গোয়া, জামশেদপুর এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, ইন্টার কাশি
গ্রুপ সি- বেঙ্গালুরু এফসি, মহমেডান স্পোর্টিং, পঞ্জাব এফসি, গোকুলাম কেরালা এফসি
গ্রুপ ডি- মুম্বই সিটি এফসি, কেরালা ব্লাস্টার্স এফসি. হায়দ্রাবাদ এফসি. রাজস্থান ইউনাইটেড এফসি
২৭ অক্টোবর বিকাল ৫টা হায়দ্রাবাদ এফসি বনাম মুম্বই সিটি এফসি
৩রা নভেম্বর বিকাল ৫টা রাজস্থান ইউনাইটেড বনাম মুম্বই সিটি এফসি
৬ই নভেম্বর সন্ধ্যা ৭:৩০ কেরালা ব্লাস্টার্স বনাম মুম্বই সিটি এফসি
কবে হতে পারে ডার্বি ম্যাচ?
২৫/১০ ৫:০০ ইস্টবেঙ্গল বনাম রিয়াল কাশ্মীর
২৮/১০ ৫:০০ ইস্টবেঙ্গল বনাম চেন্নাইয়েন এফসি
৩১/১০ ৭:৩০ ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান সুপার জায়েন্ট