আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের রাস্তা খুলে দিল সুপ্রিম কোর্ট। গত সোমবার, ১৮ তারিখ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছিল, ২২ আগস্ট শুক্রবার এই বিষয়ে শুনানি হবে। সেই মতো শুক্রবার দুই বিচারপতি শ্রী নরসিংহ এবং জয়মাল্য বাগচী রায় দিয়েছেন, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) এবং এফএসডিএল (FSDL) আইএসএলের (ISL) অচলাবস্থা কাটাতে একসঙ্গে বসতে পারবে।
কী বলল সুপ্রিম কোর্ট?
এর পরের শুনানির দিন ধার্য করা হয়েছে ২৮ আগস্ট। ফলে মনে করা হচ্ছে, দ্রুত আইএসএল নিয়ে সমস্ত সমস্যা মিটে যাবে। অনেকের আশা, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে এফএসডিএলের সঙ্গে এআইএফএফের চুক্তি মাস্টার্স রাইটস এগ্রিমেন্ট অর্থাৎ এমআরএ নবীকরণ নিয়ে আলোচনা হবে শীঘ্রই। মনে করা হচ্ছে, এবার হয়তো কেটে যাবে আইএসএল নিয়ে অচলাবস্থা। উল্লেখ্য, দেশের শীর্ষ ফুটবল লিগ নিয়ে এই অনিশ্চয়তার মধ্যে ওড়িশা এফসি এবং বেঙ্গালুরু এফসি’র পথে হেঁটে দু’বারের আইএসএল চ্যাম্পিয়ন চেন্নাইয়িন এফসি ফুটবলার ও কর্মচারীদের বেতন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
চাপ বাড়ছে ফেডারেশনের উপর
এর আগে, আইএসএল-এ অংশ নেওয়া ১১টি দলের মধ্যে আটটি দল একযোগে এআইএফএফ-এর কাছে, দ্রুত এই অচলাবস্থা কাটানোর অনুরোধ করেছিল। পাশাপাশি একের পর এক ক্লাব জানিয়ে দিয়েছিল, আইএসএল নিয়ে ধোঁয়াশা না কাটলে, তাঁরা তাঁদের ক্লাব বন্ধ করে দেবে। চেন্নাইয়েন এফসি, বেঙ্গালুরু এফসি-র মতো ক্লাব সাপোর্ট স্টাফ ও ফুটবলারদের মাইনে বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। ফলে চাপ ক্রমাগত বাড়ছিল এআইএফএফ-এর উপর। সেই চাপ কাটিয়ে ওঠার কিছুটা সুযোগ পেল কল্যাণ চৌবের ফেডারেশন।
ক্রীড়া বিল মাথায় রেখে রায় দেবে আদালত
এর আগে আইএসএলের ক্লাবগুলি বর্ষীয়ান আইনজীবী গোপাল শঙ্করনারায়ণনের মাধ্যমে সুপ্রিম কোর্টে আইএসএলের অচলাবস্থা কাটাতে আবেদন করেছিল। তিনি টুর্নামেন্টের আয়োজন নিয়ে সমস্যা সমাধানের জন্য বিচারপতি পিএস নরসীমা এবং বিচারপতি অতুল চন্দুরকরের বেঞ্চের কাছে আবেদন করেন। সুপ্রিম কোর্টের বক্তব্য ছিল, ফেডারেশনের খসড়া সংবিধান চূড়ান্ত করার বিষয়টির আগে জাতীয় ক্রীড়া বিলকেও মাথায় রাখতে হচ্ছে। সব পক্ষের মতামতই শুনবে তারা। এই পরিস্থিতিতে এদিন সুপ্রিম কোর্ট ফেডারেশন এবং এফএসডিএল দুই পক্ষকেই আলোচনায় বসার কথা বলে।
এবার দেখার কত তাড়াতাড়ি এই সমস্যা থেকে ভারতের ফুটবল ফেডারেশন মুক্তি পেতে পারে? ফেডারেশন সভাপতি জানিয়ে দিয়েছেন, এবারে আইএসএল-এর আগে সুপার কাপ অনুষ্ঠিত হবে। ফলে এই সমস্যা মেটাতে কিছুটা স্মসয় পেয়ে গেল ফেডারেশন।