এ মরসুম শেষ হওয়ার আগেই পরের মরসুমের প্রস্তুতি শুরু করে দিল কেরল ব্লাস্টার্স (Kerala Blasters)। মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) ঘর ভেঙে আর্শ আনোয়ার শেখকে (Arsh Anwar Sheikh) সই করাতে চলেছে কেরল। এমনটাই সূত্রের খবর। আর্শ এবার মোহনবাগান দলে থাকলেও, পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন না। তাই তিনি দল ছাড়তে চলেছেন বলে খবর।
কেরলে সুযোগ পাবেন আর্শ
তবে কেরলে গেলেও আর্শ কতটা সুযোগ পাবেন তা নিয়েও সংশয় আছে। কারণ, নিয়মিত গোলকিপার সচিন সুরেশের সঙ্গে কেরলের চুক্তি রয়েছে ২০২৬ সাল অবধি। পাশাপাশি ওড়িশা এফসি থেকে কোমলজিৎ সিংকেও লোনে কেরল সই করেছেন এ মরসুমের জন্য। তাঁর সঙ্গে কেরল চুক্তি বাড়ায় কিনা সেটাই দেখার। ফলে আর্শকে দারুণ কিছু করে দেখাতে হবে সুযোগ পাওয়ার জন্য।
পরের মরসুমে আরও এক তারকাকে সই করাবে মোহনবাগান?
শোনা যাচ্ছে, মোহনবাগানও ট্রান্সফার মার্কেটে পিছিয়ে নেই। পরের মরসুমের জন্য ইতিমধ্যেই এক তারকাকে সই করিয়ে নিয়েছে সবুজ-মেরুন। যদিও সেই ফুটবলরের নাম এখনও জানা যায়নি। মোহনবাগান সূত্রের দাবি, সেই ফুটবলরের নামটাই একটা বড় চমক। এই মরসুম শেষ না হওয়া অবধি সেই ফুটবলরের ব্যাপারে বেশি কিছু বলতে চাইছেন না তারা। কারণ, তাতে এ মরসুমে প্রভাব পড়তে পারে। লিগ শিল্ড জেতার লড়াইয়ে এগিয়ে থাকা মোহনবাগান কোনওভাবেই পদক্ষলন চাইছে না। গত মরসুমে লিগ শিল্ড জিতলেও, আইএসএল ট্রফি জেতা হয়নি সবুজ-মেরুনের। হোসে মলিনার লক্ষ্য আইএসএল-এর দুই ট্রফিই জেতা। ফলে, ফুটবলরদের ফোকাস নষ্ট হোক সেটা চাইছেন না তারা।
বিষ্ণুকে নেবে মোহনবাগান?
শোনা গিয়েছিল, ইস্টবেঙ্গলের হয়ে দারুণ ফুটবল খেলা পিভি বিষ্ণুকে সই করাতে পারে মোহনবাগান। শোনা যাচ্ছিল, এই তরুণ ফুটবলারকে দলে নিতে ঝাঁপিয়েছে মুম্বই সিটি এফসিও। তবে মোহনবাগান সূত্রের খবর, তাঁরা বিষ্ণুকে দলে নেওয়ার কোনও চেষ্টাই করেননি। তবে বিষ্ণু এই মরসুমে যে ফর্মে আছেন তাতে তাঁকে দলে রাখার সবরকম চেষ্টা যে ইস্টবেঙ্গল করবে তা এখন থেকেই বলে দেওয়া যায়। তাছাড়া বিষ্ণুর সঙ্গে ২০২৬ সাল অবধি চুক্তি রয়েছে।