East Bengal: আসছেন এই ২ বিদেশি, ডার্বিতে আরও শক্তি বাড়িয়ে মাঠে নামবে ইস্টবেঙ্গল

ডার্বি (Kolkata Derby) হতে চলেছে ১১ ফেব্রুয়ারিই। কলকাতায় না হলেও গুয়াহাটিতে হতে পারে এই ম্যাচ। তবে তার আগেই দুই বিদেশি যোগ দিচ্ছেন ইস্টবেঙ্গলে (East Bengal)। মুম্বই সিটি এফসি (Mumbai City FC) ম্যাচের আগে লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon) জানিয়ে দিলেন, বিদেশি চূড়ান্ত করার কাজ শেষ হয়ে গিয়েছে। ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে কিছুদিনের মধ্যেই। 

Advertisement
আসছেন এই ২ বিদেশি, ডার্বিতে আরও শক্তি বাড়িয়ে মাঠে নামবে ইস্টবেঙ্গলeast bengal

ডার্বি (Kolkata Derby) হতে চলেছে ১১ ফেব্রুয়ারিই। কলকাতায় না হলেও গুয়াহাটিতে হতে পারে এই ম্যাচ। তবে তার আগেই দুই বিদেশি যোগ দিচ্ছেন ইস্টবেঙ্গলে (East Bengal)। মুম্বই সিটি এফসি (Mumbai City FC) ম্যাচের আগে লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon) জানিয়ে দিলেন, বিদেশি চূড়ান্ত করার কাজ শেষ হয়ে গিয়েছে। ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে কিছুদিনের মধ্যেই। 

কারা আসছেন?
সল ক্রেসপো (Saul Crespo) চোট পাওয়ায় স্পেনে ফিরে গিয়েছিলেন। তিনি সুস্থ হলেও ভিসা সমস্যায় আটকে গিয়েছেন বলে জানালেন অস্কার। পাশাপাশি আরও একজন বিদেশি স্ট্রাইকারের নাম শোনা যাচ্ছে। কোস্টারিকার স্ট্রাইকার জুরগুয়েনস মন্টেনেগ্রোকে (Jurguens Montenegro) সই করাতে পারে লাল-হলুদ। মিউনিসিপাল লিবেরিয়ার (Municipal Liberia) হয়ে খেলা এই ফুটবলার ১৫ ম্যাচে করেছেন ৬ গোল। কোস্টারিকা ছাড়াও, আলবেনিয়া ও বলিভিয়ার লিগেও খেলেছেন মন্টেনেগ্রো। সব ক্ষেত্রেই বেশ সুনামের সঙ্গে খেলেছেন এই ফুটবলার। ইস্টবেঙ্গল যদি তাঁকে সই করাতে পারে তবে দারুণ সুবিধা হবে অস্কারের দলের। ফলে ডার্বি ম্যাচের আগে লাল-হলুদের শক্তি যে আরও বাড়বে তা বলাই যায়। 

কেন ডার্বি কলকাতায় হচ্ছে না?
বাঙালির আবেগ মোহনবাগান-ইস্টবেঙ্গলের (Mohun Bagan Super Giant vs East Bengal) এই ম্যাচ ভিন রাজ্যে চলে যাওয়ায় মন খারাপ ফুটবলপ্রেমীদের। তবে কী কারণে সল্টলেক স্টেডিয়াম থেকে সরছে ডার্বি (Derby) ম্যাচ? আসলে, রাজ্যের ক্রীড়ামন্ত্রকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, গঙ্গাসাগর মেলায় (Gangasagar Mela) এবার প্রচুর নিরাপত্তা কর্মীর প্রয়োজন। ফলে ডার্বি ম্যাচে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয়।

মোহনবাগান সুপার জায়েন্ট প্রথমেই চেয়েছিল, জামশেদপুরে ডার্বি করতে। তবে জামশেদপুর এফসি (Jamshedpur FC) রাজি হয়নি। তারপর এফএসডিএল-এর সঙ্গে আলোচনায় উঠে এসেছে, গুয়াহাটির নাম। কারণ, ১০ জানুয়ারি গুয়াহাটিতে ম্যাচ রয়েছে পঞ্জাব ও নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-র। ফলে টেলিভিশন সম্প্রচারের সরঞ্জাম সেখানেই থাকবো তা পরের দিন অন্য জায়গায় সরাতে হলে বিরাট খরচ করতে হবে মোহনবাগান সুপার জায়েন্টকে। তাই গুয়াহাটির নাম উঠে এসেছে আলোচনায়।

Advertisement

POST A COMMENT
Advertisement