Mohun Bagan Election: মোহনবাগানের ভোটে তৃণমূলের সমর্থন কার দিকে? 'উচ্চতর নেতৃত্বের নির্দেশ' জানালেন অরূপ

মোহনবাগানের ভোটে কোন পক্ষে তৃণমূল? এ ব্যাপারে রাজ্যের সরাসরি জড়িয়ে পড়ার কথা স্বীকার করে নিলেন রাজ্যের মন্ত্রী এবং মোহনবাগানের সহ- সভাপতি অরূপ রায় (Aroop Roy)। সরাসরি জানিয়ে দিলেন, ভোটে লড়াই করতে হবে বিরোধী গোষ্ঠীর হয়ে। 

Advertisement
মোহনবাগানের ভোটে তৃণমূলের সমর্থন কার দিকে? 'উচ্চতর নেতৃত্বের নির্দেশ' জানালেন অরূপমোহনবাগান

মোহনবাগানের নির্বাচন (Mohun Bagan Club Election) নিয়ে ক্রমশ উত্তপ্ত হচ্ছে ময়দান। এর মধ্যেই এই ভোটে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সরাসরি জড়িয়ে পড়ার কথা স্বীকার করে নিলেন রাজ্যের মন্ত্রী এবং মোহনবাগানের সহ- সভাপতি অরূপ রায় (Aroop Roy)। সরাসরি জানিয়ে দিলেন, ভোটে লড়াই করতে হবে বিরোধী গোষ্ঠীর হয়ে। 

এ ব্যাপারে শাসক দলের শীর্ষ নেতৃত্বের অনুমোদন রয়েছে বলেই দাবী অরূপের। বলেন, ‘দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে আমরা সবাই টুটু বসু ও সৃঞ্জয় বসুর হয়ে প্রচার করব। তাঁদের হয়ে ভোটারদের বাড়ি বাড়ি প্রচার চালানো হবে। মোহনবাগান ক্লাবের হয়ে টুটুদার অবদান প্রচুর। আমরা তাঁদের হাতেই মোহনবাগান ক্লাব পরিচালনার দায়িত্বভার দিতে চাই। ক্লাবের মোট ৬ হাজারের বেশি ভোটারের মধ্যে এক তৃতীয়াংশ ভোটার হাওড়ার। সেই ভোটের সবটাই যেন টুটুদাদের প্যানেলে পক্ষে থাকে তা নিশ্চিত করতে হবে'। 

সবচেয়ে বড় ব্যাপার হল, হাওড়ায় মোহনবাগানের নির্বাচনী সময় সভা হয়েছে হাওড়া জেলা (সদর) তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে। তবে তা নিয়ে বিতর্কের অবকাশ নেই বলেই জানালেন অরূপ। তিনি বলেন, 'পার্টি অফিসে এ ব্যাপারে সভা করা নিয়ে কোনও নিষেধাজ্ঞা নেই। আসলে এখানে প্রচুর মানুষ একসঙ্গে বসতে পারে। প্রায় শতাধিক মানুষকে সঙ্গে নেই এই মিটিং। তাই এই জায়গা বেছেছি। এখানে অন্য কিছু নেই।'

এদিনের বৈঠকে মোহনবাগান ক্লাবের আর এক সহ-সভাপতি অসিত চট্টোপাধ্যায়, প্রাক্তন ফুটবলার বলাই দে সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অরূপের দাবী সঠিক হলে, মোহনবাগানের ভোটে অনেকটাই এগিয়ে যাবে বিরোধী গোষ্ঠী।  

পাল্টা দিতে ছাড়েননি মোহনবাগান সচিব দেবাশিস দত্তও। বাগানের বিদায়ী সচিব বলেন, 'অরূপ দা হয়তো গত তিন বছরে ক্লাবের সাফল্যের নিরিখে এই কথা বলেননি। দলের উচ্চতর নেতৃত্বের নির্দেশে তিনি এই কথা বলেছেন।। শাসকদলের অনেকের সঙ্গে আমারও ভালো সম্পর্ক রয়েছে'। 

POST A COMMENT
Advertisement