Neymar Return: ব্রাজিল টিমে আর জায়গা হবে নেইমারের? বড় আপডেট দিলেন কোচ আনসেলোত্তির

নেইমারকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী ব্রাজিলের জাতীয় দলের কোচ আনসেলোত্তির। তাঁর দাবি, নেইমার অবশ্যই টিমের পরিকল্পনার অংশ। তবে তার আগে তাঁকে ফিটনেস ফেরাতে হবে। তাহলেই দলে মিলবে সুযোগ। 

Advertisement
ব্রাজিল টিমে আর জায়গা হবে নেইমারের? বড় আপডেট দিলেন কোচ আনসেলোত্তির
হাইলাইটস
  • নেইমারকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী ব্রাজিলের জাতীয় দলের কোচ আনসেলোত্তির
  • নেইমার অবশ্যই টিমের পরিকল্পনার অংশ
  • তার আগে তাঁকে ফিটনেস ফেরাতে হবে

নেইমারকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী ব্রাজিলের জাতীয় দলের কোচ আনসেলোত্তির। তাঁর দাবি, নেইমার অবশ্যই টিমের পরিকল্পনার অংশ। তবে তার আগে তাঁকে ফিটনেস ফেরাতে হবে। তাহলেই দলে মিলবে সুযোগ। 

আসলে গত দুই বছর ধরে ব্রাজিলের জাতীয় দলে খেলেননি নেইমার। বারবার আঘাত পাওয়ার কারণেই তাঁর ফিটনেস তলানিতে গিয়ে ঠেকেছে। আর সেই কারণেই তাঁকে জাতীয় দলের জার্সিতে যায়নি দেখা।

পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে সৌদির আল হিলাল থেকে ব্রাজিলের স্যান্টোসে ফিরে এসেছেন নেইমার। এই ক্লাবেই তিনি আপাতত খেলছেন। 

যদিও তাঁকে দীর্ঘ দুই বছর দেখা যায়নি জাতীয় দলে। শেষবার তিনি ব্রাজিলের হয়ে খেলেছেন ২০২৩ সালের অক্টোবর মাসে। সেই ম্যাচে তাঁর হাঁটুর লিগামেন্টে চোট লাগে। তার পর থেকেই জাতীয় দলের বাইরে তিনি। 

এই পরিস্থিতিতে প্রিয় তারকাকে জাতীয় দলের জার্সিতে দেখতে চায় ফ্যানেরা। আর সেই বিষয়টা আঁচ করেই কোচ আনসেলোত্তির কাছে নেইমারের প্রত্যাবর্তন নিয়ে প্রশ্ন করা হয়। জাপানের টোকিয়োতে ফ্রেন্ডলি ম্যাচ খেলার আগে আনসেলোত্তি জানান, কোনও সমস্যা ছাড়াই জাতীয় দলে ফিরতে পারেন নেইমার। তিনি যে কোনও দেশের জাতীয় টিমের হয়ে খেলার ক্ষমতা রাখেন।

আনসেলোত্তি বলেন, 'নেইমার কোনও সমস্যা ছাড়াই বিশ্ব ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের যে কোনও দলে খেলতে পারে।' তাঁর আরও দাবি, 'ওঁর শরীরের অবস্থা ঠিক থাকলে শুধু ব্রাজিল নয়, যে কোনও টিম খেলতে পারে।' 

সুন্দর খেলাটা জরুরি
কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর মোটামুটি মিশ্র ফল পেয়েছে ব্রাজিল। ইতিমধ্যে ৩টে জয়, ২টি ড্র এবং ১টা হারের সম্মুখীন হয়েছে দল। শুধু তাই নয়, এতগুলো ম্যাচে ব্রাজিল মোটে একটা গোল খেয়েছে। আর অপরদিকে গোল করেছে ৯টা। দক্ষিণ কোরিয়ার সঙ্গে খেলায় ৫ গোল করে ব্রাজিল দল। আর তার পরই নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে ব্রাজিল সমথর্করা। 

এই পরিসংখ্যান সম্পর্কে আনসেলোত্তি বলেন, 'ব্রাজিল সুন্দর ফুটবল খেলতে চায়। আর সেই মতো খেলে। তবে আপনাকে বুঝতে হবে যে সুন্দর ফুটবল বলতে কী বোঝানো হচ্ছে।'

Advertisement

তিনি আরও বলেন, 'খেলোয়াড়দের ব্যক্তিগত প্রতিভা এবং কমিটমেন্ট খুবই জরুরি। আপনাকে ফুটবল নিয়ে এবং ফুটবল ছাড়াও সুন্দর খেলা খেলতে হবে। এটা খুবই জরুরি বিষয়।'

তাই এটা ধরেই নেওয়া যায় যে বর্তমানে টিমের পারফর্মেন্সে খুশি আনসেলোত্তি। তিনি সুন্দর ফুটবলে জোর দিতে চান।

 

POST A COMMENT
Advertisement