Indian Football Team: ভারতীয় দলের কোচ হওয়ার আবেদন জাভির, কী সিদ্ধান্ত নিল AIFF?

ভারতীয় ফুটবল দলের কোচ হতে চেয়েছিলেন জাভি হার্নান্ডেজ। মানেলো মার্কেজের জায়গায় কোচ হতে চেয়েছিলেন বার্সেলোনার প্রাক্তন তারকা। এর আগে জাভি জানিয়েছিলেন, তিনি নিয়মিত আইএসএল দেখেন, খবর রাখেন। পাশাপাশি ভারতীয় ফুটবলে স্প্যানিশ কোচেদের রমরমা নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন জাভি।

Advertisement
ভারতীয় দলের কোচ হওয়ার আবেদন জাভির, কী সিদ্ধান্ত নিল AIFF?জাভি হার্নান্দেজ

ভারতীয় ফুটবল দলের কোচ হতে চেয়েছিলেন জাভি হার্নান্ডেজ। মানেলো মার্কেজের জায়গায় কোচ হতে চেয়েছিলেন বার্সেলোনার প্রাক্তন তারকা। এর আগে জাভি জানিয়েছিলেন, তিনি নিয়মিত আইএসএল দেখেন, খবর রাখেন। পাশাপাশি ভারতীয় ফুটবলে স্প্যানিশ কোচেদের রমরমা নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন জাভি।  

তবে ফেডারেশন সেই প্রস্তাব পত্রপাঠ নাকচ করেছে। এমনটাই জানা যাচ্ছে টাইমস অফ ইন্ডিয়া সূত্রে। এআইএফএফ-এর টেকনিক্যাল ডিরেক্টর সুব্রত পাল এ খবর স্বীকার করে নিয়েছেন বলে জানা যাচ্ছে সেই রিপোর্ট থেকে। এই পদের জন্য, জাতীয় দলের প্রাক্তন কোচ স্টিফেন কনস্ট্যাটাইন, লিভারপুল তারকা হ্যারি কেওয়েল, ব্ল্যাকবার্ন রোভার্সের প্রাক্তন ম্যানেজারের মতো পরিচিত নাম তালিকায় ছিল। স্টিভ কিন, ভারতের খালিদ জামিল, এবং কিবু ভিকুনা এবং ইলকো শ্যাটোরির মতো কোচ, যাদের কাজ দেশে পরিচিত তাঁরাও কোচ হতে চেয়েছিলেন। 

আরও পড়ুন: Indian Football Team: সুনীলদের নতুন কোচ খুঁজতে পোস্ট, ব্যাপক ট্রোলের মুখে AIFF; কেন? 

সূত্রমতে, আর্থিক খরচের কারণে টেকনিক্যাল কমিটি চূড়ান্ত তালিকার জন্য জাভিকে রাখা হয়নি। খেলোয়াড় হিসেবে, স্প্যানিশ মিডফিল্ডার দারুণ সফল। তিনি ২০১০ সালে ফিফা বিশ্বকাপ এবং দুটি ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। বার্সেলোনার হয়ে কোচিং করার সময়ও, তিনি দারুণ সফল। ২৫টি ট্রফি জিতেছিলেন, যার মধ্যে আটটি লা লিগা শিরোপা এবং চারটি চ্যাম্পিয়ন্স লিগ ছিল তাঁর ঝুলিতে। 

জাভি তাঁর কোচিং কেরিয়ার শুরু করেন কাতারে আল সাদের হয়ে। তাঁর কোচিং ক্যারিয়ার শুরু করেন, তারপর কোচ হিসেবে বার্সেলোনায় ফিরে আসেন। আড়াই মরসুমে ক্লাবকে দুটি ট্রফি জিতে নেতৃত্ব দেওয়ার পর, তিনি পদত্যাগ করেন। এ মাসের গোড়ার দিকে পদত্যাগ করা মানোলো মার্কেজের জায়গায় কোচ নিয়োগ করতে টেকনিক্যাল কমিটি এআইএফএফের ওয়ার্কিং কমিটির কাছে তিনটি নাম সুপারিশ করেছে। খালিদ জামিল তার মধ্যে একমাত্র স্বদেশী কোচ। সেই তালিকায় নাম রয়েছে কনস্টানটাইন এবং কিরগিজস্তান ও স্লোভাকিয়ার প্রাক্তন প্রধান কোচ স্টেফান তারকোভিচরও। স্টিফেন এর আগে দুই দফায় ভারতীয় দলের কোচিং-এর দায়িত্ব সামলেছেন। আবারও সেই পদের জন্যই আবেদন করেছেন।   

Advertisement

POST A COMMENT
Advertisement