শিল্ড ফাইনালে ডার্বি। শনিবারের সেই ডার্বির আগে মোহনবাগান সুপার জায়ন্টের (Mohun Bagan Super Giant) অনুশীলনে উত্তেজনা। প্র্যাকটিস চলাকালীন, যুবভারতীর প্র্যাকটিস পিচে থাকা আলোক স্তম্ভ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে ভাল খবর হল, কেউই এই ঘটনায় ক্ষতিগ্রস্থ হননি। পাশাপাশি দ্রুত সেই আগুন নিভিয়ে ফেলাও সম্ভব হয়েছে। তবে এই ঘটনা বড় আকার নিতে পারত।
তবে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে দ্রুত মাঠের বাইরে থাকা গাড়ি গুলিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ফলে সমস্যা হয়নি। এরপরেই দ্রুত চলে আসেন যুবভারতীর মাঠ কর্মীরা। তাঁরা এসে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আলোকস্তম্ভের নীচে থাকা কন্ট্রোল বক্সে আগুন লেগেছিল বলে জানা যাচ্ছে। তবে তা বেশিদূর ছড়িয়ে পড়েনি বলেই সূত্রের খবর।
শনিবার শিল্ড ফাইনালের আগে প্রস্তুতিতে মগ্ন মোহনবাগান সুপার জায়েন্ট। শিল্ডে এবার ৬ দল অংশ নিয়েছিল। দুই গ্রুপে ভাগ করা হয়েছিল তাদের। দলগুলিকে দুটো করে ম্যাচ খেলতে হয়েছে। দুই দলই দুটো করে ম্যাচ অনায়াসে জিতে ফাইনালে জায়গা পাকা করে ফেলেছে। মোহনবাগান সুপার জায়েন্ট প্রথম ম্যাচে গোকুলাম কেরালা এফসিকে হারিয়েছে। পরের ম্যাচে ইউনাইটেড স্পোর্টসকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। অন্যদিকে শুরুতে শ্রীনিধি ডেকানকে হারানোর পর নামধারী এফসিকে হারিয়ে আইএফএ শিল্ডের ফাইনালে উঠেছে ইস্টবেঙ্গল।
আগে থেকেই আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছিলেন, যদি ফাইনালে দু’প্রধান ওঠে তাহলে ফাইনাল যুবভারতীতে হবে। গ্রুপ পর্বের ম্যাচগুলি দুপুর ২.৩০ থেকে শুরু হচ্ছে। শিল্ড ফাইনাল আকর্ষণীয় করতে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। দুই প্রধান-সহ এবার শিল্ডে অংশ নিয়েছে মোট ছয়টি দল। শেষ মুহূর্তে মহমেডান স্পোর্টিং খেলতে চায়নি শিল্ড। ছয়টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ইতিমধ্যেই টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে।
দুই গ্রুপের শীর্ষে থাকা দল ফাইনাল খেলবে। শিল্ড ফাইনালে কোন দল খেলবে এখনও চূড়ান্ত না হলেও ফাইনালের টিকিট অনলাইনে বাজারে ছেড়ে দিয়েছে আইএফএ। রাজ্য ফুটবল সংস্থার আশা, ফাইনাল ডার্বি হলে স্টেডিয়াম ভর্তি হয়ে যাবে। আর শুধু তাই নয়, এই ম্যাচ থেকে টিকিটের যা টাকা পাওয়া যাবে, সেটা দেওয়া হবে উত্তরবঙ্গের ত্রান তহবিলে।