আইএসএল বন্ধ হওয়া নিয়ে আশঙ্কার মেঘ ভারতীয় ফুটবলে। এ মরসুমে ISL আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে। ক্লাব গুলোকে চিঠি পাঠিয়ে সে ব্যাপারে জানিয়েও দেওয়া হয়েছে। তবে এখনই হাল ছাড়তে নারাজ ইস্টবেঙ্গল। দেবব্রত সরকার শুক্রবার এক অনুষ্ঠানে এসে জানান, তারা এখনও আশাবাদী। এফএসডিএল না করলেও অন্য কোনও সংস্থা আয়োজন করবে।