লিও, আসলে ক্রোয়েশিয়ান ফুটবলার ইভান পেরিসিচের ছেলে! ম্যাচ শেষে নেইমারকে ওইভাবে কাঁদতে দেখে জয়ের সেলিব্রেশন ছেড়ে নিজেই ছুটে চলে এসেছিল লিও। স্বপ্নের নায়ক চলে এসেছিল লিও। স্বপ্নের নায়কের এমন দুঃখের দিনে পাশে থাকার বার্তা দিতে। নায়ককে একবার ছুঁয়ে দেখতে। লিও রগিয়ে যেতেই নিরাপত্তা রক্ষীরা তাকে বাধা দেন। ঠিক তখনই কান্না থামিয়ে লিওকে এগিয়ে আসতে বলেন নেইমার। আর বাধা দিতে পারেনি নিরাপত্তারক্ষীরা।
FIFA World Cup 2022, leo son of ivan perisic hugs neymar after croatia defeated brazil.