যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি পা রাখতেই উচ্ছ্বাসে ফেটে পড়ল গোটা স্টেডিয়াম। চতুর্দিকে তাঁর নামে জয়ধ্বনি হচ্ছে। শুনে আপ্লুত লিও মেসি। সকলের উদ্দেশে হাত নাড়েন তিনি। কথা বলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী আরূপ বিশ্বাসের সঙ্গে।