মোহনবাগানে প্রতি বছরেই হয় বারপুজো তবে এবারের পুজো একেবারেই আলাদা। একসঙ্গে লিগ শিল্ড ও আইএসএল ট্রফি এসেছে ক্লাবে। সেই দুই ট্রফির সঙ্গে হকিতেও চ্যাম্পিয়ন হয়েছে সবুজ-মেরুন। তিন ট্রফি নিয়ে আনন্দে উদ্বেল মোহনবাগান জনতা