লিগ শিল্ডের পর, আইএসএল ট্রফিও জিতেছে মোহনবাগান সুপার জায়েন্ট। এর পরেই সুন্দরবোন মোহনবাগান ফ্যানস ক্লাবের সদস্যরা মাতলেন সেলিব্রেশনে। প্রথম দল হিসেবে ডাবল জিতে রেকর্ড গড়ল সবুজ-মেরুন।