মাঠ থেকে আবার ড্রেসিংরুমে কিছুটা উৎসব। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর টিম বাস স্টেডিয়াম ছেড়ে পাশের টিম হোটেলের পথে। এটুকু রাস্তায় পৌঁছাতে সময় লাগল সমর্থকদের আদরের কর্ডন ভেঙে এগিয়ে যেতে। টিম হোটেলের সামনে বাস যখন এল, সবুজ-মেরুন আতশবাজিতে অকাল দীপাবলি। আর সেই আলোর মাঝেই টিম বাসের সামনে দাঁড়িয়ে পড়লেন এক সমর্থক। গায়ে কাছা। মেলে ধরলেন সবুজ-মেরুন পতাকা। সেখানে লেখা মা। দুচোখ দিয়ে সেই সমর্থকের বেয়ে পড়ছিল জল। কয়েকদিন আগেই মাকে হারিয়েও এসেছিলেন মোহনবাগানকে সমর্থন করতে। মোহনবাগানের শিল্ড জয় মাকে হারানোর কষ্ট কিছুটা হলেও যেন কমালো তাঁর।
Mohun Bagan Super Giant Celebration