মোহনবেগান। ইস্টবেগান। বাংলার দুই ঐতিহ্যবাহী ক্লাবের নামটাই ভুল পড়লেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য। তিনি বললেন,'আইএসএল হবে কিনা? হলেও কবে? এ নিয়ে অনিশ্চয়তা ছিল। সরকার, ফুটবল ফেডারেশন এবং ফুটবল ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে। ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইএসএল'।
Mansukh Mandaviya Wrong Pronunciation Of East Bengal and Mohun Bagan