scorecardresearch
 

BCCI: BCCI-এর বড় ঘোষণা, অলিম্পিকে যাওয়া ভারতীয় ক্রীড়াবিদদের কোটি টাকার সাহায্য

এই সপ্তাহ থেকে প্যারিসে অলিম্পিক ২০২৪ শুরু হতে চলেছে। এবারে, ভারতীয় দল পদক পাওয়ার রেকর্ড গড়বে বলে আশা ক্রীড়াপ্রেমীদের। ইতিমধ্যে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) ও জানিয়েছে যে তারাও ক্রীড়াবিদদের কাছ থেকে পদকও আশা করছে। তবে সেখানেই থমকে থাকেনি বোর্ড। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (IOA) ৮.৫ কোটি টাকাও দিয়েছে বিসিসিআই। সেক্রেটারি জয় শাহ নিজেই সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এই ঘোষণা করেছেন।

Advertisement
জ্যাভলিন নিক্ষেপকারী নীরজ চোপড়া গত টোকিও অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেন। এবারও তার কাছ থেকে সোনা প্রত্যাশিত। জ্যাভলিন নিক্ষেপকারী নীরজ চোপড়া গত টোকিও অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেন। এবারও তার কাছ থেকে সোনা প্রত্যাশিত।

এই সপ্তাহ থেকে প্যারিসে অলিম্পিক ২০২৪ শুরু হতে চলেছে। এবারে, ভারতীয় দল পদক পাওয়ার রেকর্ড গড়বে বলে আশা ক্রীড়াপ্রেমীদের। ইতিমধ্যে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) ও জানিয়েছে যে তারাও ক্রীড়াবিদদের কাছ থেকে পদকও আশা করছে। তবে সেখানেই থমকে থাকেনি বোর্ড। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (IOA) ৮.৫ কোটি টাকাও দিয়েছে বিসিসিআই। সেক্রেটারি জয় শাহ নিজেই সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এই ঘোষণা করেছেন।

জয় শাহ পোস্টে লিখেছেন- 'আমি ঘোষণা করতে পেরে গর্বিত যে BCCI প্যারিস অলিম্পিক ২০২৪-এ ভারতের প্রতিনিধিত্বকারী আমাদের দেশের সেরা ক্রীড়াবিদদের পাশে থাকবে। এ জন্য আমরা IOA-কে ৮.৫ কোটি টাকা দিচ্ছি। ভারতীয় ক্রিকেট দল এই বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ চ্যাম্পিয়ন হয়। এরপর ভারতীয় ক্রিকেট দল ও সাপোর্ট স্টাফদের পুরস্কার হিসেবে ১২৫ কোটি টাকা দিয়েছিল বিসিসিআই। ১৫ জন খেলোয়াড় এবং প্রাক্তন প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে ৫ কোটি টাকা দেওয়া হয়েছে। যদিও দ্রাবিড় বলেছিলেন তিনি মাত্র আড়াই কোটি টাকাই নেবেন।


প্যারিস অলিম্পিকে ১১৭ ভারতীয় ক্রীড়াবিদ অংশগ্রহণ করবেন
এবার প্যারিস অলিম্পিকে ভারতের ১১৭ জন খেলোয়াড় অংশ নেবেন। এ ছাড়াও, ক্রীড়া মন্ত্রকের থেকে ১৪০ জন সাপোর্ট স্টাফের অনুমতি পাওয়া গিয়েছে। যার মধ্যে কর্মকর্তারাও রয়েছেন। সরকারী খরচে ৭২ জন সাপোর্ট স্টাফের যাওয়া মঞ্জুর করা হয়েছে। প্যারিস অলিম্পিক শুরু হবে ২৬ জুলাই এবং চলবে ১১ আগস্ট পর্যন্ত। ভারতের ১১৯ জন খেলোয়াড় টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করেছিল, যার মধ্যে পদক এসেছিল ৭ টি। জ্যাভলিন থ্রোতে নীরজ চোপড়ার জিতে নেওয়া ঐতিহাসিক সোনার পদক রয়েছে। প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনকারী খেলোয়াড়দের মধ্যে শুধুমাত্র শটপুট অ্যাথলিট আভা খাটুয়ার নাম তালিকায় নেই।

অলিম্পিকে অ্যাথলেটিকসের ২৯ জন খেলোয়াড় থাকবেন
খেলোয়াড়দের তালিকায় অ্যাথলেটিক্সের সর্বোচ্চ ২৯ জন (১১ নারীও ১৮ জন পুরুষ) খেলোয়াড় রয়েছেন। তাদের পরে আসে শুটিং (২১) এবং হকি (১৯)। ভারত থেকে ৮ জন খেলোয়াড় টেবিল টেনিসে অংশ নেবেন, এবং দুইবারের অলিম্পিক পদক বিজয়ী পিভি সিন্ধু সহ ৭ জন খেলোয়াড় ব্যাডমিন্টনে অংশ নেবেন। কুস্তি (৬), তীরন্দাজ (৬) এবং বক্সিং (৪), এর পর গলফ (৪), টেনিস (৩), সাঁতার (২), সেলিং (২)। একজন করে খেলোয়াড় ঘোড়ায় চড়া, জুডো, রোয়িং এবং ভারোত্তোলনে অংশ নেবেন।

TAGS:
Advertisement