প্যারিসে চলছে অলিম্পিক (Paris Olympics 2024)। তারই মধ্যে অলিম্পিকে ক্রিকেটের সংযোজন নিয়ে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) বক্তব্য ভাইরাল। জোরাল জল্পনা, অলিম্পিকে সম্ভবত যুক্ত করা হবে ক্রিকেটকে। পরবর্তী অলিম্পিক হবে ২০২৮ সালে লস অ্যাঞ্জেলসে (LA olympics 2028)।
অলিম্পিকে ক্রিকেট নিয়ে রাহুলের মন্তব্য ভাইরাল
ভারতীয় দলের সদ্য প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়ের মন্তব্যের অলিম্পিকে শীঘ্রই ক্রিকেটের অন্তর্ভূক্তি নিয়ে সম্ভাবনার পারদ চড়ছে। কারণ দ্রাবিড় জানিয়েছেন, অলিম্পিকে খেলতে ভারতীয় দল উত্সুক। 'ক্রিকেট অ্যাট দ্য অলিম্পিক্স:ডন অফ আ নিউ এরা' শীর্ষক আলোচনায় দ্রাবিড় বললেন, 'ড্রেসিং রুমে কিছু সিরিয়াস আলোচনা আমার কানে এসেছে। ছেলেরা ২০২৬ সালের T20 বিশ্বকাপ, ২০২৭ সালের একদিনের ফর্ম্যাটের বিশ্বকাপের বিষয়ে আলোচনা করছে। ২০২৮ সালের অলিম্পিকের বিষয়েও আলোচনা চলেছে।'
অলিম্পিকে খেলার জন্য ভারতীয় দল উত্সাহী
অলিম্পিকে খেলার বিষয়ে ভারতীয়দল যে উত্সাহী, ড্রেসিং রুমে তিনি তার আঁচ পেয়েছেন বলেও জানান দ্রাবিড়। বললেন, 'গেমস ভিলেজে থাকা, তাবড় অ্যাথলিটদের সঙ্গে পরিচয়, ক্রীড়াজগতের মহান ইভেন্টের অংশীদার হওয়া, সোনার পদক জেতার জন্য মুখিয়ে ওরা।'
'কিছু না পেলে, অন্তত মিডিয়াতে চাকরি নেব'
দ্রাবিড়ের আশা ২০২৮ সালের অলিম্পিকেই ভারতের পুরুষ ও মহিলা ক্রিকেট দল সোনার পদক আনবে। রসিকতা করে দ্রাবিড় বললেন, '২০২৮ সালের অলিম্পিকে যদি ক্রিকেট যুক্ত হয়, দুর্ভাগ্য, আমি খেলতে পারবা। তবে সর্বাত্মক ভাবে জড়িত থাকার চেষ্টা করব। কিছু না পেলে, অন্তত মিডিয়াতে চাকরি নেব।'