scorecardresearch
 

Paris Olympics 2024: পদক থেকে এক ধাপ দূরে আমান, কীভাবে দেখবেন কুস্তিগীরের সেমি ফাইনাল ম্যাচ?

প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) কুস্তিতে (Wrestling) আরও এক পদকের সামনে ভারত (India)। ৫৭ কেজি ফ্রি স্টাইল কুস্তিতে সেমি ফাইনালে পৌঁছে গেলেন আমান সেহরাওয়াত (Aman Sehrawat)। আলবেনিয়ার জেলিমখান আবকারভের বিরুদ্ধে ১১-০ ব্যবধানে জয় পান ভারতীয় কুস্তিগির (Indian Wrestler)। জেলিমখান এর আগে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। এখন পদক থেকে মাত্র এক ধাপ দূরে ভারত। এর আগে ভারতীয় কুস্তিগীর আমান সেহরাওয়াত পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলছেন। 

Advertisement
আমান সেহরাওয়াত আমান সেহরাওয়াত

প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) কুস্তিতে (Wrestling) আরও এক পদকের সামনে ভারত (India)। ৫৭ কেজি ফ্রি স্টাইল কুস্তিতে সেমি ফাইনালে পৌঁছে গেলেন আমান সেহরাওয়াত (Aman Sehrawat)। আলবেনিয়ার জেলিমখান আবকারভের বিরুদ্ধে ১১-০ ব্যবধানে জয় পান ভারতীয় কুস্তিগির (Indian Wrestler)। জেলিমখান এর আগে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। এখন পদক থেকে মাত্র এক ধাপ দূরে ভারত। এর আগে ভারতীয় কুস্তিগীর আমান সেহরাওয়াত পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলছেন। 
 

আদিপত্য বজায় রেখে জয় আমানের
এর আগে পুরুষদের ফ্রিস্টাইল ৫৭ কেজি প্রি-কোয়ার্টার ফাইনালে, আমান সেহরাওয়াত উত্তর মেসিডোনিয়ার ইগোরভ ভ্লাদিমিরের (Vladimir Egorov) মুখোমুখি হন, তিনি ১০-০ ব্যবধানে ম্যাচটি জিতেছিলেন। তারপর কোয়ার্টার ফাইনালে এভাবে শক্তিশালী প্রতিপক্ষকে ধরাশায়ী করায় আমানকে নিয়ে আশায় বুক বাধছে সমগ্র ভারতবাসী। সেই ম্যাচে প্রথম পর্বে ৬-০ ব্যবধানে এগিয়ে ছিলেন আমান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ভারতের কুস্তিগীরকে। ফাইনালে উঠেও ভিনেশ ফোগাটের পদক হাতছাড়া হওয়ায় ইতিমধ্যেই হৃদয় ভেঙেছে ভারতবাসীর। তবে এবার আমান সেই স্বপ্ন পূর্ণ করতে পারেন কিনা সেটাই দেখার। 

ভিনেশ বুধবার অলিম্পিক ফাইনাল থেকে তার অযোগ্যতার বিরুদ্ধে খেলাধুলার আরবিট্রেশন কোর্টে (সিএএস) আবেদন করেছিলেন এবং তাঁকে যৌথ রুপোর পদক দেওয়ার দাবি করেছিলেন। ভিনেশ আজই (৮ই আগস্ট) কুস্তি থেকে অবসরের কথা ঘোষণা করেছেন।       

আরও পড়ুন

কীভাবে দেখবেন আমানের সেমি ফাইনাল ম্যাচ?
সেমিফাইনালে জাপানের রেই হিগুচির মুখোমুখি হবেন আমান সেহরাওয়াত। এই ম্যাচটি হবে ভারতীয় সময় রাত ৯.৪৫ মিনিটে। হিগুচি রিও ২০১৬ সালে রুপো জিতেছেন। হাঙ্গেরি র‍্যাঙ্কিং সিরিজে হিগুচির কাছে হারতে হয়েছে আমানকে। এবার কী তিনি সেই বাধা পেরিয়ে পৌঁছে যাবেন ফাইনালে সেদিকেই নজর থাকবে গোটা ভারতবাসীর। জিও সিনেমায় দেখা যাবে এই ম্যাচ। এছাড়া টিভিতে দেখতে হলে স্পোর্টস ১৮ চ্যানেলে চোখ রাখতে হবে।

Advertisement

Advertisement