aman sehrawatপুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল ব্রোঞ্জ মেডেল জিতলেন আমান শেরাওয়াত। পুয়ের্তো রিকোর ডারিয়ান তোই ক্রুজের বিরুদ্ধে দারুণ জয় পেলেন ভারতের রেসলার। কুস্তির ম্যাট থেকে ভারতের ঝুলিতে আসল প্রথম পদক। আর সেটা ব্রোঞ্জ।গতকালই স্বপ্ন দেখিয়েছিলেন আমন। কিন্তু সেমিফাইনালে গিয়ে হার মানতে হয় তাঁকে। তবে ব্রোঞ্জ জিতে নেলেন তিনি।
ষষ্ঠ পদক জিতল ভারত
প্যারিস অলিম্পিক ২০২৪-এ ভারত ৬টি পদক জিতেছে, যার মধ্যে পাঁচটি ব্রোঞ্জ এবং একটি রুপো। প্রথমে ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পান মনু ভাকর। এরপর মিক্সড ইভেন্টে দ্বিতীয় ব্রোঞ্জও পান মনু। তার সঙ্গে দলে ছিলেন সরবজোৎ সিংও। স্বপ্নিল কুসলে পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন শুটিংয়ে তৃতীয় ব্রোঞ্জ পদক জিতেছেন। তারপর ভারতের হকি দল ব্রোঞ্জ পদক জিতেছে এবং নীরজ চোপড়া জিতেছেন রুপো। এবার ব্রোঞ্জ জিতলেন আমান।
এই পদক গোটা দেশের, জানালেন আমান
পদক জিতে দারুণ খুশি আমান। এই পদক তিনি উৎসর্গ করলেন গোটা ভারতবাসীকে।
শুরুতে সমস্যা ছিল
ব্রোঞ্জ জিতে শেরাওয়াত বলেন, 'শুরুতে সমস্যা হলেও, সময় যত এগিয়েছে, আমি ভাল খেলেছি। আর সেই জন্যই এই জয়।'
বড় ব্যবধানে জিতলেন আমান
ব্রোঞ্জ পদকের ম্যাচে পুয়ের্তো রিকোর ডারিয়ান তোয়ি ক্রুজকে ১৩-৫ ব্যবধানে পরাজিত করলেন আমান।
ব্রোঞ্জ জিতল ভারত
পুরষদের মধ্যে একমাত্র রেসলার হিসেবে ব্রোঞ্জ জিতলেন আমান। শুধু তাই নয়, এবারের অলিম্পিকে প্রথম ভারতীয় রেসলার হিসেবে পদক জিতলেন ২১ বছর বয়সী কুস্তিগির। এটাই তাঁর প্রথম অলিম্পিক। আর সেখানেই বাজিমাত আমনের।
দারুণ প্রত্যাবর্তন আমানের
শুরুতে পয়েন্ট হারালেও ফিরে এলেন ভারতের রেসলার। পুয়ের্তো রিকোর রেসলার ডারিয়ান তোই ক্রুজকে সুযোগই দিলেন না তিনি।
পিছিয়ে আমান
শুরুতেই পয়েন্ট হারালেন আমান। ম্যাটের বাইরে চলে যাওয়ায় পয়েন্ট হারাতে হল তাঁকে।