Paris Olympics 2024: প্রধানমন্ত্রীকে এই উপহার দিলেন অলিম্পিকে জোড়া পদকজয়ী মনু, এলেন না নীরজ

প্যারিস অলিম্পিকে (Paris olympics 2024) ভারতীয় দল ১১৭ সদস্যের দল ফিরেছে দেশে। এবারের অলিম্পিক অনুষ্ঠিত হয় ২৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত। দেশে ফেরার পর ভারতীয় খেলোয়াড়দের স্বাগত জানানো হয়। এখন অ্যাথলিটরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে তাঁর বাসভবন ৭ লোক কল্যাণ মার্গে দেখা করেছেন। যার ভিডিও সামনে এসেছে।

Advertisement
প্রধানমন্ত্রীকে এই উপহার দিলেন অলিম্পিকে জোড়া পদকজয়ী মনু, এলেন না নীরজmanu bhaker, indian hockey team

প্যারিস অলিম্পিকে (Paris olympics 2024) ভারতীয় দল ১১৭ সদস্যের দল ফিরেছে দেশে। এবারের অলিম্পিক অনুষ্ঠিত হয় ২৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত। দেশে ফেরার পর ভারতীয় খেলোয়াড়দের স্বাগত জানানো হয়। এখন অ্যাথলিটরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে তাঁর বাসভবন ৭ লোক কল্যাণ মার্গে দেখা করেছেন। যার ভিডিও সামনে এসেছে।

সম্প্রতি শেষ হওয়া গেমসে ভারত একটি রুপো এবং পাঁচটি ব্রোঞ্জ পদক সহ মোট ছয়টি পদক জিতেছে। ভারত ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে শ্যুটিংয়ে প্রথম পদক পায়, যখন মনু ভাকের মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছিল। এরপর মিশ্র দলগত ইভেন্টে দ্বিতীয় ব্রোঞ্জও পান মনু ভাকর। তার সঙ্গে দলে ছিলেন সরবজোত সিংও। এরপর স্বপ্নিল কুসলে পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন শুটিংয়ে তৃতীয় ব্রোঞ্জ পদক জিতেছেন। তারপর পুরুষ হকি দল ব্রোঞ্জ পদক জিতেছে এবং জ্যাভলিন নিক্ষেপকারী নীরজ চোপড়া রুপোর পদক জিতেছে। এরপর পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইলে ব্রোঞ্জ জিতেছেন কুস্তিগীর আমান সেহরাওয়াত।

খেলোয়াড়রা এই উপহারগুলি প্রধানমন্ত্রী মোদীর হাতে তুলে দেন
ভারতীয় খেলোয়াড়রা প্রধানমন্ত্রী মোদীকে অনেক উপহার দিয়েছেন। শুটার মনুভাকর পিস্তলটি দেন প্রধানমন্ত্রীকে। কুস্তিগীর আমান সেহরাওয়াত এবং হকি গোলকিপার পিআর শ্রীজেশ ভারতীয় খেলোয়াড়দের স্বাক্ষর করা জার্সি তুলে দেন। ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিংতার দলের পক্ষে প্রধানমন্ত্রীকে একটি হকি স্টিক উপহার দেন। এই সময়ে খেলোয়াড়দের উদ্দেশে ভাষণও দেন প্রধানমন্ত্রী মোদী। তবে খেলোয়াড়দের সঙ্গে প্রধানমন্ত্রী কী কথা বলেছেন তার ভিডিও এখনো প্রকাশ করা হয়নি।

তবে কিছু ভারতীয় খেলোয়াড় এখনও দেশে ফিরে আসেননি। জ্যাভলিন ছোড়া নীরজ চোপড়া জার্মানিতে রয়েছেন। যেখানে তাঁর অস্ত্রোপচার করা হবে। কুস্তিগীর ভিনেশ ফোগাট ১৭ আগস্ট ভারতে ফিরবেন। টোকিও অলিম্পিকে (২০২০) ভারত ৭টি পদক জিতেছিল, যা অলিম্পিক ইতিহাসে এখন পর্যন্ত ভারতের সেরা পারফরম্যান্স। এবার ভারতের পদক সংখ্যা দুই অঙ্কে পৌঁছবে বলে আশা করা হচ্ছিল। কিন্তু যা ঘটেছে তা প্রত্যাশার একেবারে উল্টো। প্যারিস অলিম্পিক ২০২৪-এ ভারত একটিও সোনা জিততে পারেনি।
 

Advertisement

POST A COMMENT
Advertisement