আশা জাগিয়েও পারলেন না রিতিকা হুডা। মহিলা কুস্তি ৭৬ কেজি ফ্রিস্টাইল বিভাগে কোয়ার্টার ফাইনালে রিতিকা শীর্ষ বাছাই এবং দুইবারের বিশ্ব পদক বিজয়ী অপারি কাইজির কাছে হারলেন। তবে হাড্ডাহাড্ডি ম্যাচ ১-১ গোলে ড্র হয়। কিন্তু শেষ পয়েন্ট আদায় করে নেন প্রতিপক্ষ কাইজি। সেই সঙ্গে সেমিফাইনালও নিশ্চিত হয়ে যায় এখন রেপেচেজে ব্রোঞ্জ পদক জয়ের সুযোগ। অপারি কাইজি এই ইভেন্টের ফাইনালে উঠলে ব্রোঞ্জ জয়ের সুযোগ পাবেন রিতিকা।
তার আগে মহিলাদের ৭৬ কেজি ফ্রিস্টাইল কুস্তির প্রি-কোয়ার্টার ফাইনালে রিতিকা হুডা হাঙ্গেরিয়ান কুস্তিগীর বার্নাডেট নাগিকে ১২-২-এ হারান। রিতিকার বিশ্ব র্যাঙ্কিং বর্তমানে ৫৪ নম্বর। বার্নাডেট নাগির বিশ্ব ব়্যাঙ্কিং ১৬।
প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে হাঙ্গেরিয়ান কুস্তিগীরকে সহজেই পরাজিত করেন রিতিকা। কৌশলে জিতেছেন। কুস্তির নিয়ম অনুযায়ী, ১০ পয়েন্টের লিড নিলেই ম্যাচে জয়ী ঘোষণা করা হয়।
Women's Freestyle 76 kg Round of 16👇🏻
— SAI Media (@Media_SAI) August 10, 2024
India's star wrestler 🤼♀ Reetika Hooda puts up an impressive performance on her Olympic debut as she beats Hungary's🇭🇺 Nagy Bernadett 12-2 by technical superiority to advance to the quarterfinals. 💪
She will next face World number 1… pic.twitter.com/7tPhuBgl7u
৬৮ কেজি বিভাগে কুস্তির কেরিয়ার শুরু করেছিলেন রিতিকা হুডা। তারপরে ২ বছর তিনি ৭২ কেজি ওজন বিভাগে ছিলেন। প্যারিস অলিম্পিকের জন্য প্রস্তুতি নিতে ৭৬ কেজি বিভাগে চলে যান। ২০২৩ সালে অনূর্ধ্ব-২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপের সময় মহিলাদের ৭৬ কেজি ফ্রিস্টাইল বিভাগে কেনেডি ব্লেডসকে পরাজিত করে স্বর্ণপদক জিতেছিল। এই ওজন বিভাগে এই পদক জিতে প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হয়েছিলেন।
প্যারিস অলিম্পিকে এখনও পর্যন্ত ৬টি পদক জিতেছে ভারত। এর মধ্যে ৫টি ব্রোঞ্জ এবং একটি রুপোর পদক জিতেছেন। প্রথমে ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পান মনু ভাকর। এরপর মিশ্র দলগত ইভেন্টে দ্বিতীয় ব্রোঞ্জও পেলেন মনু ভাকর। তার সঙ্গে দলে ছিলেন সরবজোৎ সিংও। স্বপ্নিল কুশলে পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন শুটিংয়ে তৃতীয় ব্রোঞ্জ পদক জিতেছেন। তারপর হকি দল ব্রোঞ্জ পদক জিতেছেন। নীরজ চোপড়া রুপোর পদক জিতেছেন। কুস্তিগীর আমানও ব্রোঞ্জ জিতে প্যারিসে ভারতীয় তেরঙার সম্মান বাড়িয়েছেন।