Reetika Hooda At Paris Olympics 2024: কোয়ার্টারে হেরেও পদক জিততে পারেন রীতিকা, কীভাবে?

Reetika Hooda At Paris Olympics 2024: শীর্ষ বাছাই এবং ২ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অপারি কাইজির মুখোমুখি হয়েছিলেন ভারতীয় কুস্তিগীর রীতিকা হুডা। তিনি ৭৬ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে হেরে যান। তবে এখনও তাঁর কাছে সুযোগ রয়েছে পদক জয়ের।

Advertisement
কোয়ার্টারে হেরেও পদক জিততে পারেন রীতিকা, কীভাবে?কোয়ার্টারে হেরেও পদক জিততে পারেন রীতিকা, কীভাবে?
হাইলাইটস
  •  

Reetika Hooda At Paris Olympics 2024: অলিম্পিকে মহিলাদের কুস্তির ৭৬ কেজি ফ্রি-স্টাইল বিভাগের কোয়ার্টার ফাইনালে, রীতিকা হুডাও হেরে গেলেন। তিনি শীর্ষ বাছাই এবং ২ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অপারি কাইজির মুখোমুখি হয়েছিলেন। যেখানে লড়াই করেও হারতে হয়েছে ভারতীয় কুস্তিগীর রীতিকাকে। তবে এই ম্যাচটি ১-১ স্কোরে ড্র হয়। কিন্তু শেষ পয়েন্টটি আপারি কাইজি সংগ্রহ করায় সেমিফাইনালে জায়গা করে নেন তিনি। হতাশা নিয়েই রিং ছাড়তে হয় ভারতীয় কুস্তিগীরকে।

এখনও পদক জয়ের আশা আছে রীতিকার?
কুস্তির নিয়ম অনুযায়ী, এখনও রেপেচেজে ব্রোঞ্জ পদক জয়ের সুযোগ রয়েছে রীতিকার। তবে তার জন্য অপারি কাইজি, যাঁর কাছে হেরেছেন রীতিকা, তাঁকে এই ইভেন্টের ফাইনালে উঠতে হবে। তবেই ব্রোঞ্জ জয়ের সুযোগ পাবেন রীতিকা। ফলে সেমিফাইনালে রীতিকা এখন কাইজির জয়ের জন্য প্রার্থনা করবেন।

তার আগে মহিলাদের ৭৬ কেজি ফ্রিস্টাইল কুস্তির প্রি-কোয়ার্টার ফাইনালে রীতিকা হুডা হাঙ্গেরিয়ান কুস্তিগীর বার্নাডেট নাগিকে ১২-২-এ হারান। রীতিকার বিশ্ব র‌্যাঙ্কিং বর্তমানে ৫৪ নম্বর। বার্নাডেট নাগির বিশ্ব ব়্যাঙ্কিং ১৬।  প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে হাঙ্গেরিয়ান কুস্তিগীরকে সহজেই পরাজিত করেন রিতিকা। কৌশলে জিতেছেন। কুস্তির নিয়ম অনুযায়ী, ১০ পয়েন্টের লিড নিলেই ম্যাচে জয়ী ঘোষণা করা হয়।

প্যারিস অলিম্পিকে এখনও পর্যন্ত ৬টি পদক জিতেছে ভারত। এর মধ্যে ৫টি ব্রোঞ্জ এবং একটি রুপোর পদক জিতেছেন। প্রথমে ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পান মনু ভাকর। এরপর মিশ্র দলগত ইভেন্টে দ্বিতীয় ব্রোঞ্জও পেলেন মনু ভাকর। তার সঙ্গে দলে ছিলেন সরবজোৎ সিংও। স্বপ্নিল কুশলে পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন শুটিংয়ে তৃতীয় ব্রোঞ্জ পদক জিতেছেন। তারপর হকি দল ব্রোঞ্জ পদক জিতেছেন। নীরজ চোপড়া রুপোর পদক জিতেছেন। কুস্তিগীর আমানও ব্রোঞ্জ জিতে প্যারিসে ভারতীয় তেরঙার সম্মান বাড়িয়েছেন।
 

POST A COMMENT
Advertisement