scorecardresearch
 

Paris Olympics 2024 Vinesh Phogat: অলিম্পিকে ঠিক কেন ভিনেশকে 'অযোগ্য' ঘোষণা? মাত্র ১০০ গ্রামের জন্য...

ফাইনালে উঠেও অলিম্পিক থেকে ছিটকে গেলেন রেসলার ভিনেশ ফোগাট। মহিলাদের ফ্রিস্টাইল কুস্তির ৫০ কেজি ইভেন্ট থেকে সরে যেতে হল ভারতীয় কুস্তিগির। মূলত ৫০ কেজি থেকে ১০০ গ্রাম ওজন বেড়ে যাওয়ায় তাঁকে সাসপেন্ড করা হিয়েছে বলে সূত্রের খবর। সারা রাত জেগে সমস্ত চেষ্টা করেও ওজন ৫০ কেজিতে নামাতে পারেননি ভারতের কুস্তিগির। তবে এই সমস্যা ভিনেশের ক্ষেত্রে নতুন নয়। ৫৩ কেজি বিভাগে এর আগেও একই সমস্যায় পড়েছেন তিনি। 

Advertisement

ফাইনালে উঠেও অলিম্পিক থেকে ছিটকে গেলেন রেসলার ভিনেশ ফোগাট। মহিলাদের ফ্রিস্টাইল কুস্তির ৫০ কেজি ইভেন্ট থেকে সরে যেতে হল ভারতীয় কুস্তিগির। মূলত ৫০ কেজি থেকে ১০০ গ্রাম ওজন বেড়ে যাওয়ায় তাঁকে সাসপেন্ড করা হিয়েছে বলে সূত্রের খবর। সারা রাত জেগে সমস্ত চেষ্টা করেও ওজন ৫০ কেজিতে নামাতে পারেননি ভারতের কুস্তিগির। তবে এই সমস্যা ভিনেশের ক্ষেত্রে নতুন নয়। ৫৩ কেজি বিভাগে এর আগেও একই সমস্যায় পড়েছেন তিনি। 

বিফলে গেল সারা রাতের প্রচেষ্টাও

ফাইনালে ওঠার পর সারারাত ধরে ভিনেশ নানাভাবে চেষ্টা চালিয়ে যান তাঁর ওজন কমানোর। তবে সেই চেষ্টা কাজে লাগল না। বুধবার সকাল অবধিও ১০০ গ্রাম ওজন বেশি থাকায় তাঁর পদক জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায়। তবে ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশন শেষ অবধি চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে সূত্র মারফত। ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশন তাদের বিবৃতিতে জানিয়েছে,  'দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে মহিলাদের ৫০ কেজি কুস্তি বিভাগ থেকে ভিনেশ ফোগাটকে অযোগ্য ঘোষণা করা হয়েছে৷ সারা রাত ধরে দলের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও, আজ সকালে তার ওজন ৫০ কেজির বেশি হয়েছে৷ এ নিয়ে আর কোনও মন্তব্য করা হবে না৷ এই সময়ে দল ভিনেশের গোপনীয়তাকে সম্মান করতে অনুরোধ করছে।'

আরও পড়ুন

কীভাবে ওজন কমানোর চেষ্টা করেছেন ভিনেশ?

জানা গিয়েছে সারা রাত ধরে ওজন কমানোর জন্য সাইক্লিং, জগিং, স্কিপিং সব কিছুই করেছেন ভারতের কুস্তিগির। তাতেও ওজন ৫০ কেজি হয়নি তাঁর। একজন ভারতীয় কোচ সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, 'আজ সকালে তার ওজন ১০০ গ্রাম বেশি পাওয়া যায়। নিয়ম অনুসারে এমন হলে অ্যাথলিটকে অযোগ্য ঘোষণা করা হয়।'

স্বপ্নের দৌড় শুরু করেছিলেন ভারতীয় কুস্তিগির

Advertisement

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন তথা টোকিও অলিম্পিকে সোনাজয়ী জাপানের ইউই সুসাকি (Yui Susaki) র বিরুদ্ধে প্রি কোয়ার্টার ফাইনালে জিতে চমক দিয়েছিলেন ভিনেশ। ভিনেশ এমন একজনকে শুরুতে হারান যিনি এর আগে কখনও কোনও আন্তর্জাতিক কুস্তি ম্যাচে হারেননি। টানা ৮০টা ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়া জাপানের সুসাকি-কে ধরাশায়ী করেন ভিনেশ। বিজেপি-র প্রাক্তন সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের যৌন হেনস্থা কাণ্ডে প্রতিবাদে গর্জে ওঠা ভিনেশের একটা সময় প্যারিস অলিম্পিকে খেলা নিয়ে বড় রকমের অনিশ্চয়তা ছিল। কিন্তু চোট সারিয়ে দারুণভাবে ফিরে এসে প্যারিসের টিকিট কেটেছিলেন ভিনেশ।

পদক জেতা নিশ্চিত করতে ইউক্রেনের ওকাসা লিভাচ-কে কোয়ার্টার ফাইনালে হারাতে হত ভিনেশকে। সেই কাজটাও সহজেই করে ফেলেন ভারতীয় রেসলার। এরপর কিউবার রেসলার গুজম্যান লোপেজকে হারিয়ে ফাইনালে নিজের জায়গা পাকা করেন ভিনেশ। অনেকেই ভেবেছিলেন অপরাজেয় জাপানের বিশ্বচ্যাম্পিয়ন কুস্তিগীরের বিরুদ্ধে শুরুতেই বিদায় নেবেন ভিনেশ। কিন্তু খেলা শুরু হতেই কুস্তির ম্যাটে টোকিওর সোনাজয়ীকে ধরাশায়ী করেন হরিয়ানার কন্যা।

কোনও পদকই পাবেন না ভিনেশ

তবে সব কিছুই ব্যর্থ হল এদিন। নিয়মের বেড়াজালে এল না ভারতের চতুর্থ পদক। ভিনেশ অযোগ্য হওয়ায় এই বিভাগে সোনা ও ব্রোঞ্জ পদক দেওয়া হবে। রুপোর পদক পাবেন না কেউই। যেহেতু ভিনেশ ফাইনালে অযোগ্য বলে প্রমাণিত হয়েছেন সেই কারণেই  এই সিদ্ধান্ত। 

Advertisement