scorecardresearch
 

Vinesh Phogat: টানা জগিং, সাইক্লিং... সারারাত কসরত করেও পারলেন না ভিনেশ

শরীরে জলের অভাব থাকায় জ্ঞান হারিয়েছেন ভিনেশ ফোগাট। তিনি হাসপাতালে ভর্তি। ৫০ কেজির বেশি ওজন থাকায় অলিম্পিকের ফ্রি স্টাইল ফাইনাল খেলতে পারবেন না ২৯ বছরের কুস্তিগীর।

Advertisement
ভিনেশ ফোগাট ভিনেশ ফোগাট
হাইলাইটস
  • ভিনেশের অযোগ্য হয়ে যাওয়ার খবর আসার পরই গোটা দেশ শোরগোল পড়ে গিয়েছে।
  • উঠেছে ষড়যন্ত্রের অভিযোগও।

রাতভর স্কিপিং, জগিং, সাইক্লিং। তা সত্ত্বেও শেষরক্ষা হল না! ১৫০ গ্রাম বাড়তি ওজন থাকায় ফাইনালে খেলতে পারবেন না কুস্তিগীর ভিনেশ ফোগাট। সেই সঙ্গে শেষ হল অলিম্পিকে পদক জয়ের সম্ভাবনাও।      

শরীরে জলের অভাব থাকায় জ্ঞান হারিয়েছেন ভিনেশ ফোগাট। তিনি হাসপাতালে ভর্তি। ৫০ কেজির বেশি ওজন থাকায় অলিম্পিকের ফ্রি স্টাইল ফাইনাল খেলতে পারবেন না ২৯ বছরের কুস্তিগীর। ১৫০ গ্রাম বাড়তি ওজন হয়েছে তাঁর। রুপো জয় নিশ্চিত ছিল। কিন্তু অতিরিক্ত ওজনের কারণে খালি হাতেই ফিরতে হচ্ছে ভিনেশকে। শোনা যাচ্ছে, সারারাত জগিং, স্কিপিং, সাইক্লিং এবং যা যা করার দরকার তাই-ই করেছেন ভিনেশ। তাঁকে ১.৮৫ কেজি ওজন কমাতে হত। কিন্তু পারেননি।

 ভিনেশের অযোগ্য হয়ে যাওয়ার খবর আসার পরই গোটা দেশ শোরগোল পড়ে গিয়েছে। উঠেছে ষড়যন্ত্রের অভিযোগও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'ভিনেশ আপনি চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন! আপনি ভারতের গর্ব। প্রতিটি ভারতীয়ের জন্য অনুপ্রেরণা। এই ঘটনা কষ্টদায়ক। আমার হতাশা শব্দ দিয়ে ব্যক্ত করা সম্ভব নয়। এটাও আমি জানি আপনি দৃঢ়চেতা। চ্যালেঞ্জের মোকাবিলা করাই আপনার স্বভাব। আরও শক্তিশালী হয়ে ফিরে আসুন। আমরা সকলেই সেটা চাই'।

এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা রাহুল গান্ধী লিখেছেন,'বিশ্বের তাবড় কুস্তিগীরদের হারিয়ে ফাইনালে পৌঁছেছিলেন ভিনেশ ফোগাট। তাঁকে অযোগ্য ঘোষণা করা সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক। আমি আশা করছি, এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করবে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন। দেশের মেয়ে ন্যায়বিচার পাবেন। হিম্মত হারানোর মেয়ে নয় ভিনেশ। আমি আত্মবিশ্বাসী যে তিনি আরও শক্তিশালী হয়ে মাঠে ফিরবেন। আপনি সবসময় দেশকে গর্বিত করেছেন ভিনেশ। আজও সারা দেশ আপনার পাশে দাঁড়িয়ে আছে'।
 

Advertisement

আইওএ সভাপতি পিটি ঊষার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের কাছে যে যে বিকল্প আছে, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।

Advertisement