Advertisement

Paris Olympics 2024: অলিম্পিকে মনুর সঙ্গে যুগলবন্দীতে পদক জয়, অনুভূতি জানালেন সরবজ্যোত সিং

প্যারিস অলিম্পবিকে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতার পরে, শ্যুটার সরবজ্যোত সিং বলেছেন, "এটি একটি দুর্দান্ত অনুভূতি, এটি প্রথমবার যে আমি অলিম্পিকে ভারতের জন্য একটি পদক পেয়েছি। আমি আশা করি যে পরের অলিম্পিকেও আমি আমার সেরাটা দেব। ১০ মিটার এয়ার পিস্তলে মিক্সড বিভাগে ব্রোঞ্জ জেতে ভারত। এই নিয়ে একই অলিম্পিকে দ্বিতীয় পদক পেলেন মনু ভাকের। মনু ছাড়াও এদিন ব্রোঞ্জ পদক পান সরবজ্যোত্‍ সিং।

Advertisement
POST A COMMENT