Advertisement

Paris Olympics 2024: 'টেনশনে আছে...' দীপিকার লক্ষ্যভেদ চাইছেন শাশুড়ি মা

রবিবার বিকেলে তীরন্দাজ দীপিকা কুমারি নামছেন। বাড়ির বৌমা অলিম্পিকে প্রথম ম্যাচে বাজিমাত করুক চাইছেন তাঁর শাশুড়ি মা অদিতি দাস। তবে দীপিকা কিছুটা টেনশনে আছেন বলেও জানান তিনি। তার শাশুড়ি অদিতি দাস বলেছেন, "এটি দীপিকার চতুর্থ অলিম্পিক। অলিম্পিক ছাড়া সে প্রায় প্রতিটি পদক পেয়েছে।

Advertisement
POST A COMMENT