Advertisement

Paris Olympics 2024: দেশে ফিরল অলিম্পিকে ব্রোঞ্জজয়ী হকি দল, অধিনায়ক হরমনপ্রীত বললেন...

ভারতে ফিরল অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দল। ঢোল বাজিয়ে সংবর্ধনা দেওয়া হল হকি খেলোয়াড়দের। ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত সিং বলেন,'মানুষের ভালোবাসা পেয়ে আমরা আপ্লুত। শেষ ম্যাচে পদক জিতেছেন শ্রীজেশ। ওঁর জন্য আমরা খুশি। চেয়েছিলাম পদক পেয়েই উনি বিদায় নিন'। সেই সঙ্গে ওডিশা সরকারকেও ধন্যবাদ জানিয়েছন তিনি।

Advertisement
POST A COMMENT