scorecardresearch
 
Advertisement

Paris Olympics 2024: শ্যুটিংয়ে অলিম্পিকে ভারতের প্রথম পদক , মনু ভাকের ব্রোঞ্জ জয়ে খুশি পরিবার

Paris Olympics 2024: শ্যুটিংয়ে অলিম্পিকে ভারতের প্রথম পদক , মনু ভাকের ব্রোঞ্জ জয়ে খুশি পরিবার

ভারতের হয়ে প্রথম পদক জিতলেন মনু ভাকের (Manu Bhaker)। প্রথম থেকেই দারুণ ছন্দে ছিলেন ভারতের ১০ মিটার রাইফেল শ্যুটার। শেষ অবধি ব্রোঞ্জ জেতেন তিনি। ২০ শটের পর ব্রোঞ্জ নিশ্চিত করে ফেলেন তিনি। সেই সময় তাঁর স্কোর ছিল ২০১.৩। এর পরের শটটা খুব ভাল হয়নি মনুর। ফলে রুপো বা সোনা জেতা হল না। তবে ১২ বছর পর শ্যুটিং থেকে পদক এল ভারতের। হরিয়ানার অলিম্পিক পদক বিজয়ী মনু ভাকেরের ঠাকুমা জানান, "আমি তাকে আশীর্বাদ করি। সে দারুণ কাজ করেছে। সে এখানে এলে আমরা সবাই তাকে স্বাগত জানাব। আমি তার জন্য একটি বিশেষ খাবার তৈরি করব..."

Advertisement