Advertisement

Vinesh Phogat: অলিম্পিকে 'বাতিল' ভিনেশ, শুনেই কেঁদে ফেললেন মহাবীর

অলিম্পিকে ভারতের জন্য খারাপ খবর। ৫০ কেজির কুস্তির বিভাগে ডিসকোয়ালিফাই হয়ে গেলেন ভারতের ভিনেশ ফোগট। এই ইভেন্টের ফাইনালে উঠেছিলেন তিনি। বুধবার তিনি সোনা জয়ের লক্ষ্যে ফাইনালে নামতেন। যদিও তার আগেই তিনি ডিসকোয়ালিফাই হয়ে গেলেন। সূত্রের খবর, বুধবার সকালে প্রতিযোগীতার অনুমোদিত ওজন ৫০ কেজির চেয়ে ভিনেশের ওজন ১০০ গ্রাম বেশি ছিল। আর সেই কারণেই তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। এব্যাপারে তার জ্যাঠা মহাবীর ফোগাটের চোখে জল। তিনি বলেন, এখন কোনো পদক আসবে না। ফেডারেশনের কাছে আমার কোনো দাবি নেই। তারা যা খুশি তাই করবে। এ সময় গোটা দেশ শোকে কাতর।

Advertisement
POST A COMMENT