scorecardresearch
 
Advertisement
খেলা

Tokyo Olympics: হায়দরবাদ টু টোকিও! এক নজরে পদক জয়ী PV Sindhu-র যাত্রা

1
  • 1/8

পুসরলা ভেঙ্কটা সিন্ধু (PV Sindhu) বিশ্ব ব্যাডমিন্টনের অন্যতম একজন হয়ে উঠেছেন বেশ কিছু বছর ধরে। পিভি সিন্ধুর জন্ম ৫ জুলাই ১৯৯৫ সালে অন্ধ্রপ্রদেশের হায়দরাবাদে। ছোট থেকেই দারুণ ব্যাডমিন্টনে উৎসাহ ছিল এই মহিলা অ্যাথলিটের। গোপীচাঁদের অ্যাকাডেমিতে শুরু করেন নিজের কেরিয়ার। দেখে নিন আজকের ম্যাচের প্রতিটি ঝলক ও পদক পাওয়া পিভি সিন্ধুর বিভিন্ন ছবি। একই সঙ্গে জেনে নিন ভারতের এই গর্বকে।

2
  • 2/8

তবে খুব কম বয়সেই বেশ নাম করে ফেলেন পিভি সিন্ধু মাত্র ২১ বছর বয়সে তিনি ভারতের হয়ে অলিম্পিকে প্রথম মেডেল জেতেন। রিও অলিম্পিকে প্রথম মেডেল জেতেন পিভি সিন্ধু। এবার টোকিও অলিম্পিকেও নিজের দ্বিতীয় পদক জিতলেন গোপীচাঁদের ছাত্রী। দারুণ ফর্মে ছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন শাটলার।

3
  • 3/8

সিন্ধুকে সব সময় বড় টুর্নামেন্টের খেলোয়াড় হিসাবেই পেয়েছে ভারত। কারণ তিনি দেশের হয়ে প্রতিটি বড় টুর্নামেন্টে পদক এনেছেন। এমন কোনও বিশেষ টুর্নামেন্ট তিনি বাদ দেননি। ফলে এতদিন সবার প্রশংসা কুড়িয়ে এসেছেন হায়দরাবাদের মেয়ে। নিজের ব্যাডমিন্টন দক্ষতা দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন।

Advertisement
4
  • 4/8

২০১৪ সালের এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন সিন্ধু। ২০১৮ সালে এশিয়ান গেমসে সিলভার জেতেন তিনি। কমনওয়েলথ গেমসে ২০১৮ তে মিক্সড টিম গোল্ড জিতেছিলেন সিন্ধু, একই সঙ্গে ব্যাক্তিগত সিঙ্গলস বিভাগে রুপো জিতেছিলেন। ২০১৪ কমনওয়েলথে ব্রোঞ্জ পদক জিতেছিলেন পিভি সিন্ধু।

5
  • 5/8

বিশ্ব চ্যাম্পিয়নশিপে সিন্ধু জিতেছিলেন দুটি রুপো ও দুটি ব্রোঞ্জ পদক। নিজের কেরিয়ারে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২০১৯ সালে স্বর্ণ পদক জেতেন ভারতীয় শাটলার। ২০১৬ রিও অলিম্পিকে রুপো জয় করেছিলেন ভারতীয় কন্যা। এবার টোকিও-র ২০২০ অলিম্পিকে তিনি জিতে নিলেন ব্রোঞ্জ।

6
  • 6/8

২০২০ সালের জানুয়ারি মাসে পদ্মভূষণ পান পিভি সিন্ধু। ২০১৫ সালে পেয়েছিলেন পদ্মশ্রী ভারত সরকারের দেওয়া।  ২০১৬ সালে রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কার দিয়ে তাঁকে সম্মানিত করে ভারত সরকার। একই সঙ্গে ২০১৩ সালে অর্জুন পদক পেয়েছিলেন সিন্ধু।

7
  • 7/8

সিন্ধুর জয়ের পর তাঁর জন্য গর্বিত তাঁর বাবা-মা। হায়দরাবাদে সাংবাদিক সম্মেলনে সিন্ধুর মা ও বাবা।

অবশেষে করে দেখালেন পিভি সিন্ধু! ২৬ বছর বয়সী ব্যাডমিন্টন তারকা প্রথম ভারতীয় মহিলা হিসেবে ২টি অলিম্পিকে পর পর পদক জিতেছেন। সিন্ধু রবিবার টোকিও অলিম্পিকে মহিলাদের একক ব্রোঞ্জ পদক ম্যাচে চিনের হি বিংজিয়াওকে ২১-১৩, ২১-১৫ ফলে হেরে ইতিহাস রচনা করলেন ভারতের কন্যা। চিনা প্রতিপক্ষকে পুরোপুরি ভাবে দুরমুশ করে জয় পেয়েছে ভারত।

Advertisement
8
  • 8/8

অলিম্পিক রুপো জেতার প্রথম ভারতীয় মহিলাও গেমসে দুইবার পডিয়ামে শেষ হওয়া প্রথম ভারতীয় মহিলা। সিন্ধু রিও অলিম্পিকে মহিলাদের একক ব্যাডমিন্টনে রুপো জিতেছিলেন সিন্ধু, যা তাঁর গেমসের অভিষেকও ছিল। পাঁচ বছর আগে উদ্বোধনী খেলায় জয়ী হওয়া সত্ত্বেও স্পেনের ক্যারোলিনা মারিনের কাছে শিরোপা ম্যাচ হেরে যাওয়ার কারণে সিন্ধু স্বর্ণপদক থেকে বিরত হয়েছিলেন। সিন্ধুর টোকিও অলিম্পিকে সোনাই লক্ষ্য ছিল। তবে সেমিতে হারের মুখে পড়েন পিভি সিন্ধু। তখনই ব্রোঞ্জ পদকের ম্যাচে নামার কথা হয় তাঁর।

Advertisement